হোম > ফিচার > ক্যাম্পাস

বিভিন্ন সংগঠনে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আত্মবিশ্বাসী করেছে

সাক্ষাৎকারে জকসুর জিএস প্রার্থী মাবুদা

লিমন ইসলাম, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন বাঁধনের সভাপতি মোসা. উম্মে মাবুদা। তিনি সমাজকর্ম বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গতকাল শনিবার আমার দেশ-এর সঙ্গে সাক্ষাৎকারে তার প্রার্থী হওয়ার কারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তিনি।

স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে উম্মে মাবুদা বলেন, প্যানেলভিত্তিক রাজনীতি আমার পছন্দ নয়। প্যানেলে ব্যক্তিগত মত ও স্বাধীন অবস্থান হারিয়ে যায়, যেখানে দলীয় স্বার্থই প্রাধান্য পায়। ছাত্র সংসদ স্বাধীন মত প্রকাশের জায়গা হওয়া উচিত, সেখানে কোনো দলীয় প্রভাব থাকবে না। শিক্ষার্থীদের স্বার্থে স্বাধীনভাবে কাজ করার ইচ্ছা থেকেই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বলে জানান তিনি।

জকসু নির্বাচনে প্রার্থী হওয়ার অনুপ্রেরণার প্রসঙ্গে মাবুদা বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে প্রচারের ইতিবাচক পরিবেশ তাকে দারুণভাবে উৎসাহিত করেছে। নির্বাচনের সময় প্রার্থীরা পজিটিভ প্রচার চালানোর পাশাপাশি পেপার বিলায়, ভোট চায়। পুরো ক্যাম্পাসেই এক ধরনের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সেই দৃশ্য আমাকে অনুপ্রাণিত করেছে।

তিনি জানান, বিভিন্ন সংগঠনে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তাকে আত্মবিশ্বাসী করেছে। বর্তমানে বাঁধন-এর সভাপতি হিসেবে কাজ করছেন তিনি, পাশাপাশি বিএনসিসিতে সার্জেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া, দ্রুত পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া এবং একটি টিমকে এগিয়ে নেওয়া—এসব অভিজ্ঞতা থেকেই নেতৃত্বের দৃঢ়তা এসেছে বলে জানান তিনি।

নারী শিক্ষার্থীদের বাস্তবতা ও

গ্রুমিং প্রয়োজনীয়তা

সমাজিক বাস্তবতায় নারীদের রাজনৈতিক ও সামাজিক সচেতনতার ঘাটতির প্রসঙ্গও তুলে ধরেন মাবুদা। তিনি বলেন, একটা দশম শ্রেণির ছেলে যখন রাত অবধি বাইরে চায়ের দোকানে আড্ডা দেয়, তখন তারা পলিটিকস সম্পর্কে জানতে পারে। কিন্তু একটা মেয়ে মানুষ মায়ের সঙ্গে বসে স্টার জলসা ও জি বাংলা দেখে—সে আসলে বাইরের জগৎ সম্পর্কে ততটা জানে না। সে যখন সেই দুনিয়া থেকে বের হয়ে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে, তখন তার অনেক গ্রুমিংয়ের দরকার পড়ে।

ক্লাস মনিটরিং ব্যবস্থা চালুর প্রতিশ্রুতি

শিক্ষার্থীদের একাডেমিক ও ব্যক্তিগত সমস্যার সমাধানে একটি বিশেষ উদ্যোগের কথাও জানান তিনি। মাবুদা বলেন, আমি বিশ্ববিদ্যালয়ে ক্লাস মনিটরিং ব্যবস্থা চালু করব, যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সমস্যার কথা সুপারভাইজারকে ডেকে বলতে পারবে। জকসু নির্বাচনে নতুন নেতৃত্বের সম্ভাবনায় আশাবাদী মাবুদা জানান, শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করাই তার মূল লক্ষ্য।

১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে না শাকসু নির্বাচন

বিশ্বব্যাপী প্রযুক্তির অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: চুয়েট ভিসি

নিজ হাতে ধান কাটলেন বাকৃবি উপাচার্য

ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত

বন্ধের সিদ্ধান্তে হল ছাড়ছে ঢাবির শিক্ষার্থীরা, থেকে যাচ্ছে কেউ কেউ

ঢাবির পর বন্ধ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জবি শিক্ষার্থীদের নিরাপত্তা–আবাসন সংকট, ৪ দফা দাবি ছাত্রশিবিরের

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

নিরাপত্তা বিবেচনায় রোববার জবিতে ক্লাস–পরীক্ষা বন্ধ

‘সমাজকল্যাণের’ জয়ে শিক্ষার্থীদের জোড়া খাসি উপহার ছাত্রদল নেতার