হোম > ফিচার > স্বাস্থ্য

নিউরোসায়েন্সস হাসপাতাল অভিভাবকের ভূমিকা রাখবে

বিশেষ সহকারী সায়েদুর

স্টাফ রিপোর্টার

স্বাস্থ্য ব্যবস্থায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সস ও হাসপাতাল পুরো দেশের অভিভাবকের ভূমিকা রাখবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

পুরো দেশের নিউরোসায়েন্সস ইন্টিগ্রেটেড করা প্রতিষ্ঠানটির দায়িত্ব বলেও জানান মনে করেন তিনি।

সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ৫শ শয্যা বিশিষ্ট্য নিউরোসায়েন্স হাসপাতাল-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিশেষ সহকারী বলেন, নিউরোসায়েন্স হাসপাতাল-২ এ সাধারণত সিনিয়র ও অভিজ্ঞ চিকিৎসকরা কাজ করবেন এবং তাদেরকে নিয়োগ দেওয়া হবে। আমরা ইতোমধ্যে নার্স নিয়োগের প্রক্রিয়াটা শেষ করেছি। আনুমানিক ১০ হাজার বিশেষজ্ঞ চিকিৎসকদের পদায়ন করার কাজ চলছে। একটা ট্রান্সপারেন্ট প্রক্রিয়ায় পদায়ন করা হবে।

সায়েদুর রহমান বলেন, আমরা আনন্দের সঙ্গে এখানে কাজ করব। আমাদের সবার পক্ষ থেকে এই ইনস্টিটিউটের অগ্রাধিকার আগে। তবে নতুন এই ভবন ব্যবস্থাপনার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। জনবলের অভাবে আমাদের ৮০টি ভবন অব্যবহিত অবস্থায় রয়েছে।

এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান বলেন, ঢাকা মেডিকেলের নিউরো বিভাগে পা ফেলার জায়গা নাই। সেই তুলনায় এ হাসপাতালের সাথে তুলনা করা যায় না।

নিউরোসায়েন্সস হাসপাতাল সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর রাখতে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। দূর-দূরান্ত থেকে রোগী আসলে আগে ফেরত দেওয়া হত। কিন্ত এখন সেটা কমে যাবে এবং আশা করছি এই রোগীদের ঠিকানা রেখে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কাজ করবে এ হাসপাতাল।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, আমি যখন এই হাসপাতালে প্রথম প্রবেশ করলাম আমার মনে হলো এটা বিদেশের কোনো হাসপাতাল। আজ স্বপ্ন পূরণের দিন। অমরা আশা করব মানুষের আস্থা অর্জন ও ধরে রাখতে পারবে।

স্বাস্থ্য সেবায় এই হাসপাতাল একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে এবং করেছে। প্রকৃত পক্ষে সাড়ে ১০ হাজার চিকিৎসকের প্রমোশন হচ্ছে। এই হাসপাতালে আমরা আরও জনবল নিয়োগ দেওয়ার চেষ্টা করছি। তবে রোগীরা যেন এখানে এসে হয়রানির শিকার না হয়। অমরা সবাই সমন্বিতভাবে কাজ করবো।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক ডা. নাজমুল হোসেন বলেন, সহকারী প্রতিষ্ঠানে যে এত সুন্দর সেবা সম্ভব এটা না দেখলে বুঝা সম্ভব না। তবে এই মান ধরে রাখতে হবে। অমরা অনেক চিকিৎসকরা নিজের কাজের বাইরে কিছু করতে চায় না। এটা পরিবর্তন করা দরকার।

কিডনি রোগের আসল কারণ খুঁজে পেলেন গবেষকরা

স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি

মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের কাজে ফেরার নির্দেশ, না মানলে ব্যবস্থা

ডেঙ্গুতে সারা দেশে আরো ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৫

টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের অব্যাহত কর্মবিরতি

বিএমইউতে ‘এ আই: উদ্ভাবন এবং ভবিষ্যতের দিকনির্দেশনা’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৫

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরো ৫৭২ জন

নাক দিয়ে রক্ত কেন আসে?