হোম > ফিচার > স্বাস্থ্য

চিকিৎসা কোনো বাণিজ্য নয়, সেবার পেশা: ডা. এফএম সিদ্দিকী

ইন্টারনাল মেডিসিন দিবসের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার

চিকিৎসা কোনো বাণিজ্য, এটি সেবার পেশা বলে মন্তব্য করেছেন কিংবদন্তি মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী। চিকিৎসকদের মানবিকতা ও পেশাগত সততার সঙ্গে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ডা. মিলন অডিটরিয়ামে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন কর্তৃক আয়োজিত ইন্টারনাল মেডিসিন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোসাইটির আহ্বায়ক ও মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মনির-উজ-জামানের সভাপতিত্বে এতে গেস্ট অব অনার ছিলেন অধ্যাপক মো. রাজিবুর আলম, অধ্যাপক ডা. সাইয়েদুর রহমান ও অধ্যাপক ডা. মোহাম্মদ জহিরউদ্দিন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুগদা মেডিকের কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মঞ্জুরুল হক। এ সময় তিনি ডেঙ্গু ও কোভিডের মত মরণঘাতি ব্যাধিতে আক্রান্তদের ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত তা তুলে ধরেন। একই সঙ্গে মেডিকেল শিক্ষা এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থায় ইন্টারনাল মেডিসিনের ভূমিকা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী বলেন, ‘বন্ধু বা সহকর্মীরা গাড়ি বা অর্থের কথা বলবে। কিন্তু মনে রাখবেন, আপনি যদি সত্যিকারের নিবেদিত চিকিৎসক হন, অর্থ আপনা আপনিই আপনার পেছনে আসবে। চিকিৎসা কোনো বাণিজ্য নয়- এটা সেবার পেশা।’

তিনি বলেন, ‘অর্থের পেছনে নয়, চিকিৎসকদের সন্তুষ্টির পেছনে ছুটতে হবে। ভাল চিকিৎসক হলে মানুষই আপনাকে খুঁজে নেবে। তাই, পেশায় নীতি-নৈতিকতা, আত্মতৃপ্তি, সামাজিক ও দায়িত্ববোধকে গুরুত্ব দিতে হবে। দিনের শেষে নিজের কাছে প্রশ্ন করুন, আমি কী আমার রোগীর জন্য সর্বোচ্চটা দিয়েছি? যদি উত্তর ‘হ্যাঁ’ হয়, তাহলে আলহামদুলিল্লাহ-এর চেয়ে বড় প্রাপ্তি নেই।’

এই মেডিসিন বিশেষজ্ঞ বলেন, ‘পেশা সম্পর্কে অনেক নেতিবাচক কথা শোনা যায়- কেউ বলে এতে ভবিষ্যৎ নেই, কেউ বলে কষ্ট বেশি। এসব কথায় কান দেবেন না। আপনি সত্যিকারের ভালো ডাক্তার হলে মানুষ আপনাকে চিনবেই।’

ঢামেকের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের মেম্বার সেক্রেটারি ডা. মোহাম্মদ জাকারিয়া আল-আজিজের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢামেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক সাকি মো. জাকিউল আলম এবং ঢামেকের মেডিসিন বিভাগের প্রধান ও ভাইস-প্রিন্সিপাল অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢামেকের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ হাবিবুল্লাহ। ধন্যবাদ জ্ঞাপন করেন ঢামেকের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবুল কালাম মোহাম্মদ সাজেদুর রহমান।

এর আগে সকালে দিবসটি উপলক্ষে এক র‌্যালির আয়োজন করে সোসাইটি। কলেজের বিভিন্ন প্রাঙ্গণ ঘুরে পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দাসদের খাবার থেকে রাজকীয় পাতে রসুন, গুণাগুণ কতটা?

ডেঙ্গু আক্রান্ত ৭০ হাজার ছাড়াল

হাসপাতালে অনলাইন টিকেটিং সেবা চালু

শরীরে ক্যানসার বাসা বাঁধলে যে লক্ষণ দেখা যায়

আন্তর্জাতিক ক্যান্সার কংগ্রেসে বক্তারা, ক্যানসার বৃদ্ধির হার আশঙ্কাজনক

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৯৬৪

স্তন ক্যানসার সচেতনতায় ঢাকা থেকে রাজশাহী-খুলনার পথে গোলাপি সড়ক শোভাযাত্রা

স্ট্রোকের চিকিৎসা আছে, প্রতিরোধও করা যায়

ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, শনাক্ত ১০৪১

উচ্চ রক্তচাপ একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা