হোম > ফিচার > স্বাস্থ্য

এক সপ্তাহে ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু

আমার দেশ অনলাইন

এডিস মশাবাহী রোগ ডেঙ্গুর প্রকোপ বাড়ছে পাল্লা দিয়ে। ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি, হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনের তথ্যমতে, চলতি সপ্তাহে (শনি-শুক্রবার) ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু এবং ৬ হাজার ৫৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত সাত দিনের পরিসংখ্যান অনুযায়ী, ৮ নভেম্বর কারও মৃত্যু না হলেও ৮৩৪ জন হাসপাতালে, ৯ নভেম্বর ছয়জনের মৃত্যু এবং এক হাজার ১৯৫ জন হাসপাতালে, ১০ নভেম্বর দুইজনের মৃত্যু এবং এক হাজার ১৭৯ জন হাসপাতালে, ১১ নভেম্বর তিনজনের মৃত্যু এবং ৯১২ জন হাসপাতালে, ১২ নভেম্বর পাঁচজনের মৃত্যু এবং ১ হাজার ১৩৯ জন হাসপাতালে, ১৩ নভেম্বর তিনজনের মৃত্যু এবং ৮৩৩ জন হাসপাতালে, ১৪ নভেম্বর কারও মৃত্যু না হলেও ৪৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি মাসে (নভেম্বর) এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে ১৩ হাজার ২০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। মারা গেছেন ৪৮ জন।

এ ছাড়া চলতি বছর ১৪ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩ হাজার ৬৬ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৭৯ হাজার ৪৬০ জন। মারা গেছেন ৩২৬ জন।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

ডায়াবেটিসে বেশি আক্রান্ত শহরের কর্মজীবীরা

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯১২

কফি যেভাবে খেলে আপনার ওজন কমবে

ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ১১৭৯

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯৫

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৮৩৪

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৮৮

জাতীয় প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন বন্ধ

নভেম্বর ফুসফুস ক্যানসার সচেতনতার মাস