হোম > ফিচার > স্বাস্থ্য

শিশুর মনোযোগ কীভাবে বৃদ্ধি করা যায়

স্বাস্থ্য ডেস্ক

শিশুর মন এমনিতেও খুব চঞ্চল। সারাদিন শুধু দৌড়ে বেড়ায়। বসিয়ে রাখাই সবচেয়ে বড় সমস্যা। যদিও বা পড়তে বসে, কিছুক্ষণ পরপরই নানা অজুহাতে উঠে যায়। বেশি বকাঝকা করলে চিৎকার ও কান্নাকাটি শুরু করে। এমন শিশুর ক্ষেত্রে মনোযোগ কীভাবে বৃদ্ধি করা যায়, সে নিয়ে চিন্তার অন্ত নেই মা-বাবার।

কিন্তু বেড়ে ওঠার এই পর্যায়ে খেলার ছলেই তাদের বৌদ্ধিক বিকাশ ঘটানো যায়। মনঃসংযোগ বৃদ্ধি করা যায়। কিন্তু কীভাবে? চলুন জেনে নেওয়া যাক, আপনার শিশুকে মনোযোগী করতে যা করা উচিত।

মননশীল খেলা

নানা রকম আকার ম্যাচ করতে দেওয়া, জিগস পাজল ও দাবা খেলা শিশুর ধীরে চলার শিক্ষা দেয়। ম্যাচ করতে গেলে ভাবতে হয়, মন দিতে হয়। এতেই তাদের মস্তিষ্কের বিকাশ ঘটে। একই সঙ্গে পাজল সমাধান করার আনন্দ এবং তাদের আবার এ ধরনের খেলায় উৎসাহ জোগায়।

গল্প বলার খেলা

শুরুতেই অভিভাবকরা একটি গল্প শুরু করবেন। কয়েকটি বাক্য বলার পর শিশুকে গল্পটি এগিয়ে নিয়ে যেতে বলুন। আরও কয়েকটি বাক্য জুড়তে বলুন। এভাবে শিশু নতুন নতুন শব্দচয়ন করা যেমন শিখবে, ঠিক তেমনই কল্পনা শক্তিরও বিকাশ ঘটবে। ভাষার ওপর দখল বাড়বে এবং সৃজনশীলতারও বিকাশ হবে।

কাউন্টিং ব্যাকওয়ার্ড

আপনার শিশুকে ১ থেকে ১০০ অবধি গুনতে বলুন। তারপর ১০০ থেকে ১ অবধি পেছন দিকে গুনতে বলুন। শুরুতে হোঁচট খাবে, কিন্তু পরে তা অভ্যাসে পরিণত হবে। এই সহজ খেলা বুদ্ধির বিকাশ ঘটাবে, মনঃসংযোগও বৃদ্ধি করবে। স্থির হয়ে বসে ভাবনাচিন্তা করতে পারবে শিশু।

মেডিটেশনকে কীভাবে কাজে লাগাবেন

বেশি ক্যালোরি হলেও পুষ্টি কমছে খাবারে

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: ডা. জাহিদ

সভাপতি ইজাজ, সম্পাদক শুভ ও কোষাধ্যক্ষ আদনান

‘জয়েন্ট রিপ্লেসমেন্টে রোগী ব্যথামুক্ত স্বাভাবিক জীবন ফিরে পায়’

শীতে ডায়াবেটিস রোগীর ত্বকের যত্নে পরামর্শ

দীর্ঘস্থায়ী শুকনো কাশির কারণ

স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজথেরাপি চিকিৎসা

স্বল্পমূল্যে মানসম্মত ওষুধ নিশ্চিত করতে চায় বারডেম

বিশ্বজুড়ে ছড়াচ্ছে মারাত্মক ফ্লু ভ্যারিয়েন্ট, যে সতর্কবার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরা