গুগলের জেমিনাই এআই চালিত রিডিং টুল টেক্সটকে মানুষের মতো কণ্ঠে পড়ে শোনাবে। প্রুফ রিডিং, মাল্টিটাস্কিং, দৃষ্টিপ্রতিবন্ধী বা পাঠে অনাগ্রহী ব্যবহারকারীদের জন্য এটি বিশেষ সহায়ক হবে বলে জানিয়েছে গুগল।
ব্যবহারকারীরা চাইলে নিজের লেখাও শুনে ভুল ধরতে পারবেন। পাশাপাশি রয়েছে একাধিক ভয়েস স্টাইল, যেমন ন্যারেটর, শিক্ষক, কোচ, মোটিভেটর, পারসুয়েডার, এক্সপ্লেইনার, যা ডকুমেন্টের ধরন অনুযায়ী বেছে নেওয়া যাবে।
সম্পাদনার সুবিধার জন্য ডকুমেন্টের ভেতরেই অডিও বাটন যুক্ত করা যাবে, ফলে পাঠকরা এক ক্লিকেই টেক্সট শুনে নিতে পারবেন।
কীভাবে ব্যবহার করবেন
১. প্রথমে গুগল ডকস খুলুন। এরপর ওয়েবে Google Docs খুলে কাঙ্ক্ষিত ডকুমেন্ট ওপেন করতে হবে।
২. অডিও অপশন চালু করুন। মেনুর ওপরের Tools অপশন থেকে Audio নির্বাচন করতে হবে (Voice Typing ও Gemini-এর মাঝখানে থাকবে)।
৩. শোনা শুরু করুন। Listen to this tab-নির্বাচন করলে স্ক্রিনে একটি ভাসমান অডিও প্লেয়ার দেখা যাবে। প্রয়োজন অনুযায়ী একে সরিয়ে যেকোনো স্থানে রাখা যাবে।
৪. প্লেব্যাক নিয়ন্ত্রণ সুবিধা। অডিও প্লেয়ার থেকে পাওয়া যাবে Play/Pause। প্লেব্যাক স্পিড নিয়ন্ত্রণ। বিভিন্ন ভয়েস স্টাইল নির্বাচন।
৫. ডকুমেন্টে অডিও বাটন যোগ করা (এডিটরদের জন্য) Insert → Audio Buttons → Listen to tab নির্বাচন করলে ডকুমেন্টের ভেতরেই একটি অডিও বাটন যুক্ত হবে।
গুগল জানিয়েছে, আপাতত ইংরেজি ভাষায় ফিচারটি ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে। নির্দিষ্ট গুগল ওয়ার্কস্পেস ব্যবহারকারী, জেমিনাই এআই প্রো/আল্ট্রা ও প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা প্রথম দফায় সুবিধাটি পাচ্ছেন।