Keep + verb + ing
কোনো কাজ করতে থাকো— এমন কথা প্রকাশ করতে তোমরা নিচের structure-টি ব্যবহার করো।
Structure
Keep + verb + ing (করতে থাকা), subject + verb + ext.
Practice
—পড়তে থাকো, একজন লেখক হবে।
—লেগে থাকো, সফলতা পাবে।
—প্রস্তাব করো, প্রস্তাব পাবে।
Ñকাজ করতে থাকো, তুমি টাকা পাবে।
—লেগে থাকো, তুমি জিতবে।
Ñচেষ্টা করতে থাকো, তুমি অনর্গল ইংরেজি বলতে থাকবে।
Am to/ is to/ are to
কোন কাজ করতে হয়— এমন কথা প্রকাশ করতে তোমরা নিচের structure-টি ব্যবহার করো।
Structure
Subject + am to/ is to/ are to + verb1 + obj + ext.
Practice
—আমাকে মাছ ধরতে হয়।
—তাকে ঝুড়ি বহন করতে হয়।
—তাদের ক্লাবে নাচতে হয়।
—তোমাকে গাড়িটি চালাতে হয়।
—আমাদের ব্যাপারটি বুঝতে হয়।
l Was to/ were to
কোন কাজ করতে হয়েছিল— এমন কথা প্রকাশ করতে তোমরা নিচের structure-টি ব্যবহার করো।
Structure
Subject + was to/ were to + verb1 + obj + ext.
Practice
—আমাকে গ্রহণ করতে হয়েছিল।
—তাকে যুদ্ধ ঘোষণা করতে হয়েছিল।
—তাদের গাছ কাটতে হয়েছিল।
—তোমাকে দোকান খুলতে হয়েছিল।
—আমাদের ইংরেজি বলতে হয়েছিল।
মো. মশিউর রহমান খান
প্রভাষক (ইংরেজি), জয়পুরহাট বিএড কলেজ, জয়পুরহাট সদর, জয়পুরহাট