হোম > জাতীয়

এমফিল, পিএইচডিতে নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার

উচ্চতর গবেষণামূলক এমফিল ও পিএইচডি প্রোগ্রামে বিশেষজ্ঞ কমিটি গঠন করে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

আজ রোববার বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রুলে শিক্ষা সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চশিক্ষা বিভাগ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট জুয়েল আজাদ ও আইনজীবী মোহাম্মদ রিয়াজ উদ্দিন আদনান।

আইনজীবী অ্যাডভোকেট জুয়েল আজাদ জানান, দেশে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়ার সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় গ্রেডিং সিস্টেমে ব্যাপক বৈষম্য তৈরি হয়েছে। এ বৈষম্য দূরীকরণে চট্টগ্রামসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভুক্তভোগী শিক্ষার্থীরা আন্দোলন করেছেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

তিনি আরও বলেন, এসএসসি ও এইচএসসি, অনার্স ও মাস্টার্স পর্যায়ে যে ন্যূনতম নম্বর, বিভাগ ও জিপিএ চাওয়া হয়, তার মধ্যে বিশ্ববিদ্যালয়ভেদে বড় ধরনের তারতম্য দেখা যায়। নীতিমালা না থাকাই এই বৈষম্যমূলক পরিস্থিতির সৃষ্টি করেছে; ফলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এসআর

ধনী দেশগুলো প্যারিস জলবায়ু চুক্তির অঙ্গীকার পূরণে ব্যর্থ হচ্ছে: মৎস্য উপদেষ্টা

ইউপি ইস্যুতে কাস্টমস বন্ড ব্যবস্থাপনা সিস্টেম ব্যবহারে বাধ্যতামূলক হচ্ছে: এনবিআর

ভয়ের সংস্কৃতি তৈরিতে আ.লীগ আমলে নিক্যাপিংয়ের পদ্ধতিগত চর্চা হয়েছে

শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিভিন্ন স্থানে মিছিল

গুলশানে রাজউকের মোবাইল কোর্ট, অবৈধ স্থাপনা উচ্ছেদ

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য করণীয় সব কিছুই করছে ইসি

ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে চিঠি

রেলের সাবেক ডিজিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

বাংলাদেশ–কাতার সশস্ত্র বাহিনীর প্রেষণ চুক্তি স্বাক্ষর

বিসিএসের সিলেবাস, প্রশ্ন কাঠামো যুগোপযোগী করা সময়ের দাবি