হোম > জাতীয়

সাংবাদিকদের নির্বাচন বিষয়ক দক্ষতা উন্নয়নে পিআইবির প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে সংস্কার প্রশ্নে গণভোট সামনে রেখে দুই দিনব্যাপী ‘নির্বাচন সাংবাদিকতা বিষয়ক’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এ কর্মসূচির উদ্বোধন করা হয়, শুক্রবার ছিল সমাপনী দিন। এ প্রশিক্ষণে ঢাকার বিভিন্ন গণমাধ্যমের ৫০ জন সংবাদকর্মী অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকের মাঝে সনদ বিতরণ করা হয়।

সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রাখা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সহযোগিতায় দ্বিতীয়বারের মতো নির্বাচন কেন্দ্রিক প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে নির্বাচনি আইন ও প্রশাসনিক কাঠামো, নির্বাচনকালীন সাংবাদিকতার নৈতিকতা, ফ্যাক্টচেকিং, গুজব ও অপপ্রচার মোকাবিলা, পাশাপাশি সাংবাদিকদের শারীরিক এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের ধারাবাহিক প্রশিক্ষণ আগামী জাতীয় নির্বাচনে দায়িত্বশীল, পেশাদার ও নিরপেক্ষ সাংবাদিকতা নিশ্চিত করতে সহায়ক হবে।

প্রশিক্ষণের প্রথম দিন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, নির্বাচনকালীন সাংবাদিকদের পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। কারকারণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তাদের ভূমিকা অপরিসীম। তিনি বলেন, নির্বাচনের সময় গণমাধ্যমের দায়িত্ব শুধু খবর প্রকাশ নয়, বরং সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে জনগণের আস্থা রক্ষা করা। তিনি আরও বলেন, গুজব ও অপপ্রচারের যুগে সাংবাদিকদের তথ্য যাচাইয়ের দক্ষতা বাড়ানো জরুরি।

প্রশিক্ষক হিসেবে দিকনির্দেশনা দেন জ্যেষ্ঠ সাংবাদিক জিয়াউর রহমান এবং দৈনিক আমার দেশ-এর ডেপুটি এডিটর সুলতান মাহমুদ। প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন ডিআরইউর তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল, পিআইবির গবেষক মোহাম্মদ ছিদ্দিক ফারুক ও সহ সম্পাদক মোহাম্মদ আলী মুর্তোজা।

ভারতীয় সংবাদমাধ্যমে তীব্র জামায়াতবিরোধী প্রচারণা

ট্রাম্পকে বাংলাদেশে দাওয়াত দিলেন শফিক রেহমান

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সপ্তম দিনে ইসিতে আপিল শুনানিতে বৈধ ১৮ প্রার্থী

বন্দি থাকাকালে খালেদা জিয়ার পক্ষে কথা বলার কেউই ছিলেন না

রাষ্ট্রের কাছে যা চাইলেন হাদির স্ত্রী

ওসমান হাদির ভাই ওমরকে যুক্তরাজ্যে বাংলাদেশ সহকারী হাইকমিশনে নিয়োগ

শহীদ জিয়া ও বেগম জিয়ার পতাকা তারেক রহমানের হাতে ন্যস্ত: মাহমুদুর রহমান

জুরাইনে সিএনজিচালক পাপ্পু হত্যার প্রধান আসামি বাপ্পারাজ গ্রেপ্তার

পবিত্র লাইলাতুল মেরাজ আজ