রাজধানীর কদমতলী থানাধীন জুরাইন এলাকায় সিএনজি অটোরিকশাচালক পাপ্পু শেখ হত্যা মামলার প্রধান আসামি মো. বাপ্পারাজ ওরফে বাপ্পাকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ গ্রেপ্তার করেছে।
র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এস এম হাসান সিদ্দিকী সুমন জানান, বাপ্পারাজকে গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকা থেকে বুধবার (১৫ জানুয়ারি) রাত আনুমানিক ৭টা ২০ মিনিটে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, গত ১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কদমতলী থানাধীন জুরাইন এলাকার কবি নজরুল লেনের কানা জব্বারের গলিতে একটি পরিকল্পিত সশস্ত্র হামলার ঘটনা ঘটে। স্থানীয় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী বাপ্পারাজ ও তার সহযোগীরা পাপ্পু শেখকে লক্ষ্য করে দেশীয় ও আগ্নেয়াস্ত্র দিয়ে তিন রাউন্ড গুলি চালায়। এক রাউন্ড স্পর্শকাতর স্থানে লেগে পাপ্পু ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান।
নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে কদমতলী থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য র্যাব-১০ সহায়তা করে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত বাপ্পারাজের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ছিনতাই ও চাঁদাবাজিসহ কদমতলী থানায় মোট আটটি মামলা রয়েছে। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে এই হত্যাকাণ্ডের আরও দুই আসামি— ইউসুফ সরদার (৪৫) ও উজ্জল ওরফে কাঞ্চি (৩০) –কে র্যাব গ্রেপ্তার করেছিল।