হোম > জাতীয়

১৫ নয় জুলাই সনদ স্বাক্ষর ১৭ অক্টোবর

স্টাফ রিপোর্টার

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান ১৫ অক্টোবর বুধবারের পরিবর্তে ১৭ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিনে এ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

বৈঠক শেষে কমিশন সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানান, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক ঘটনা। আগ্রহী জনগণের অংশগ্রহণের সুবিধার্থে অনুষ্ঠানটি ১৭ অক্টোবর, শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে এতে।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

উল্লেখ্য: গত বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশন কার্যালয়ের সভাকক্ষে কমিশনের বৈঠকে ১৫ অক্টোবর বুধবার জুলাই জাতীয় সনদ সই হওয়ার সিদ্ধান্ত হয়। কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দিন বেলা ৩টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ ঐতিহাসিক স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করা হবে। এতে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূস।

গণভোটের জন্য হবে পৃথক অধ্যাদেশ

গণঅভ্যুত্থানকে ভিত্তি ধরে বাস্তবায়ন আদেশ

নিরপেক্ষতার রূপরেখা নিয়ে সিইসির সঙ্গে বিএনপির বৈঠক আজ

বর্তমানে কোনো দেশ একা টিকে থাকতে পারে না

জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি ঠিক করতে ফের বসছে ঐকমত্য কমিশন

অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না ইসি

শ্রমিকদের স্বার্থে আইএলওর ৩ কনভেনশনে সই করল সরকার

ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় আসছে নতুন ৩ ব্যাটালিয়ন

হামলায় আহত সাংবাদিক জাহিদকে সমবেদনা জানাতে আমার দেশ অফিসে এ্যানি

সেন্টমার্টিনে নৌযান চলাচলে লাগবে অনুমোদন