হোম > জাতীয়

শহীদ জিয়া ও বেগম জিয়ার পতাকা তারেক রহমানের হাতে ন্যস্ত: মাহমুদুর রহমান

নাগরিক শোকসভা

স্টাফ রিপোর্টার

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভায় বক্তব্য দেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। ছবি: আমার দেশ

আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার ও সংগ্রামের পতাকা আজ তারেক রহমানের হাতে ন্যস্ত হয়েছে। এটি যেমন গর্বের বিষয়, তেমনি এক গভীর দায়িত্ব ও চ্যালেঞ্জেরও বিষয়।

শুক্রবার রাজধানীর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আয়োজিত নাগরিক শোকসভায় তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, বেগম খালেদা জিয়া ও শহীদ জিয়াউর রহমানের সন্তান হওয়া নিঃসন্দেহে গর্বের। কিন্তু একই সঙ্গে এটি একটি ভয়ের ও শঙ্কার বিষয়ও। কারণ বাংলাদেশের মানুষ সবসময় তারেক রহমানকে তার পিতা ও মাতার সঙ্গে তুলনা করবে। এই তুলনা অত্যন্ত কঠিন—যেকোনো মানুষের জন্যই।

তিনি আরো বলেন, বাংলাদেশের গত ৫৫ বছরের ইতিহাসে মাত্র দুইজন নেতা-নেত্রী জন্মেছেন, যাদের সমতুল্য হওয়া কঠিন। আর তারা যদি পিতা-মাতা হন, তাহলে সেই সন্তানদের জন্য দায়িত্ব আরো অনেক বেশি কঠিন হয়ে ওঠে।

রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার পঙক্তি উদ্ধৃত করে মাহমুদুর রহমান বলেন, ‘তোমার পতাকা যারে দাও, তারে বহিবারে দাও শক্তি’—আজ শহীদ জিয়া ও বেগম জিয়ার সেই অবিস্মরণীয় পতাকা, সেই শক্তি ও স্বাধীনতার পতাকা তারেক রহমানের হাতে ন্যস্ত হয়েছে।

তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে বলেন, আল্লাহ যেন তারেক রহমানকে এই ঐতিহাসিক পতাকা বহন করার শক্তি ও সামর্থ্য দান করেন।

মাহমুদুর রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের শত বছরের ইতিহাসে একমাত্র স্বামী-স্ত্রী, যারা সারা জীবন জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেছেন। তারা যে জনপ্রিয়তা নিয়ে রাজনীতিতে প্রবেশ করেছিলেন, সেই একই জনপ্রিয়তা নিয়েই আল্লাহর কাছে ফিরে গেছেন।

তিনি বলেন, বিশ্বের রাজনৈতিক ইতিহাসে একই পরিবার থেকে স্বামী ও স্ত্রী—দুজনই পুরো জাতির সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে দীর্ঘ সময় অবস্থান করেছেন—এরকম উদাহরণ পৃথিবীতে নেই। এটি একটি সম্পূর্ণ ইউনিক ঘটনা, যা আমাদের মনে রাখা দরকার।

সপ্তম দিনে ইসিতে আপিল শুনানিতে বৈধ ১৮ প্রার্থী

সাংবাদিকদের নির্বাচন বিষয়ক দক্ষতা উন্নয়নে পিআইবির প্রশিক্ষণ

বন্দি থাকাকালে খালেদা জিয়ার পক্ষে কথা বলার কেউই ছিলেন না

রাষ্ট্রের কাছে যা চাইলেন হাদির স্ত্রী

ওসমান হাদির ভাই ওমরকে যুক্তরাজ্যে বাংলাদেশ সহকারী হাইকমিশনে নিয়োগ

জুরাইনে সিএনজিচালক পাপ্পু হত্যার প্রধান আসামি বাপ্পারাজ গ্রেপ্তার

পবিত্র লাইলাতুল মেরাজ আজ

গুমের পর পেট কেটে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলত র‌্যাব

মাঠ কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিতে ২৭৫৪ আনসার নিয়োগ দিচ্ছে ইসি

বায়রা নির্বাচন স্থগিত হাইকোর্টের