হোম > জাতীয়

জীববৈচিত্র্য রক্ষায় তরুণদের এগিয়ে আসতে হবে: ড. ইউনূস

বিশেষ প্রতিনিধি

ছবি: ভিডিও থেকে নেয়া

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় তরুণদের এগিয়ে আসতে হবে। তরুণরা এগিয়ে আসলে পুরো দেশ তাদের সঙ্গে যুক্ত হবে।

বুধবার জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত বছর জুলাই-আগস্ট বিপ্লবে তরুণরা স্বৈরাচারের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করেছে। বাংলাদেশের তরুণদের শক্তি ও সৃজনশীলতা বিশ্ববাসী দেখেছে। আমাদের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে পরিবেশকে রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। পরিবেশ ধ্বংস থেকে সবাইকে বিরত থাকতে হবে।

রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রধানরা অংশ নেন।

পরিশেষের বিপর্যয় রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, প্রকৃতির বিরূপ প্রভাবের জন্য মানুষই দায়ী। প্লাস্টিকের অপব্যবহার ও পরিবেশ বিপর্যয়কারী কর্মকাণ্ডের কারণে প্রকৃতি আমাদের ওপর প্রতিশোধ নিচ্ছে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, প্রকৃতি ও পরিবেশের বিরুদ্ধে মানুষ যুদ্ধে নেমেছে। অথচ প্রকৃতি ও পরিবেশকে আমাদের জীবনের জন্য রক্ষা করার দায়িত্ব।

তিনি বলেন, নদীর তলদেশের মাটির ৪ থেকে ৫ ফুট নীচেও পলিথিন পাওয়া যাচ্ছে। এটি আমাদের জীব-বৈচিত্রের জন্য মারাত্মক ক্ষতিকর। পলিথিন বা প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। এগুলোর জন্ম আছে কিন্তু শেষ নেই।

দেশের সব শ্রেণি পেশার নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পরিবেশ সংরক্ষণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। পরিবেশ ধ্বংসের মতো আত্মবিধ্বংসী কাজ থেকে বিরত থাকতে হবে।

১ সপ্তাহের মধ্যে নির্বাচন কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহের নির্দেশ জ্বালানি উপদেষ্টার

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিনের ইন্তেকাল

কোন আসনে সর্বোচ্চ ও কোন আসনে সর্বনিম্ন প্রার্থী

৭ দিনের মধ্যে সব ভোটকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের নির্দেশ

১২ ফেব্রুয়ারি ৩০০ আসনেই নির্বাচন, আজ রাত থেকে শুরু ব্যালট ছাপা

রোববারের মধ্যে ভোট দিতে প্রবাসীদের আহ্বান জানাল ইসি

প্রশ্ন ফাঁসের সত্যতা নেই, প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল নিয়ে বিজ্ঞপ্তি

প্রধান উপদেষ্টার কাছে জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন জমা

আমাদের পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি ফাইনাল

হাদির পরিবার পাবে আরো ১ কোটি টাকা