হোম > জাতীয়

খালেদা জিয়ার নিরাপত্তায় এভারকেয়ারে এসএসএফ সদস্যরা

স্টাফ রিপোর্টার

এসএসএফ সদস্যরা এভারকেয়ার হাসপাতালের ভেতর গেট দিয়ে প্রবেশ করে কিছুক্ষণ অবস্থান করে পরে ভেতরে চলে যান। ছবি: আমার দেশ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) এবং পিজিআর মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে হাসপাতালে পৌঁছান তারা। পরে হাসপাতালের প্রবেশমুখ ও ভেতরে তারা নিয়ন্ত্রণ নেয়।

হাসপাতাল এলাকায় দেখা যায়, এসএসএফ থেকে ৭ জন অফিসার এবং পিজিআর থেকে ডেপুটি কমান্ডার কর্নেল ইমতিয়াজ এবং মেজর আহনাফ দায়িত্বে রয়েছেন। পিজিআর সদস্যরা হাসপাতালের গাড়ি পার্কিংয়ের সামনে এবং পিজিআর-এর অফিসাররা ৪র্থ তলায় অবস্থান করছেন।

এর আগে খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়।

বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সভায় খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়। এ বিষয়ে বেগম খালেদা জিয়ার পরিবার এবং দল অবগত রয়েছে।

আন্দোলনে থাকা প্রাথমিকের ৪ শিক্ষক নেতাকে শোকজ

কর্মবিরতি প্রত্যাহার মাধ্যমিকের, অনঢ় প্রাথমিকের শিক্ষকরা

ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়তে পারে

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনী প্রধান

ঢাকার ২১৫ স্কুল-কলেজে নতুন সভাপতি নিয়োগ

সচিবালয়ে বৈঠকে মাধ্যমিকের শিক্ষকরা, কর্মবিরতি প্রত্যাহারের আভাস

বৃহস্পতিবার বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ফেসবুক আইডি হ্যাকড

সিসা দূষণ নির্মূলে জাতীয় কৌশলপত্র চূড়ান্ত করছে সরকার

তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ