হোম > জাতীয়

ঢাবিতে ‘জুলাই শহিদ স্মৃতি ভবন’ উদ্বোধন

ঢাবি সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নবনির্মিত ১১তলা বর্ধিত ‘জুলাই শহিদ স্মৃতি ভবন’ উদ্বোধন করা হয়েছে। এতে ২৫২টি কক্ষে এক হাজার আটজন শিক্ষার্থী থাকতে পারবেন৷

শনিবার প্রধান অতিথি হিসেবে ভবনটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

ভবনটিতে ছাত্র কক্ষসহ পেছনের বারান্দা ও করিডোরসহ পুরো ভবনটির মেঝে টাইলস দিয়ে আচ্ছাদিত, এছাড়া ভবনটি ক্লোজ সার্কিট-সিসি ক্যামেরা, আধুনিক ফায়ার হাইড্রেন্ট সিস্টেম, জরুরি সিঁড়ি, বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রদের জন্য র‍্যাম্প, হল ভবনে ৩টি, আবাসিক ভবনে দু’টিসহ মোট পাঁচটি লিফট রয়েছে।

এছাড়াও আবাসিক শিক্ষক ভবনের নিচতলা পার্কিং সুবিধাসহ জরুরি সিঁড়ি, সিসি ক্যামেরা, ফায়ার হাইড্রেন্ট সিস্টেম রয়েছে।

‘জুলাই শহিদ স্মৃতি ভবন’ এর নিচতলায় প্রাধ্যক্ষের কার্যালয়, সভাকক্ষ, দর্শনার্থীদের অপেক্ষার জন্য কক্ষ, মিলনায়তন, খাবারের কক্ষ, সেলুন, লন্ড্রি, কর্মকর্তা-কর্মচারীদের কার্যালয় কক্ষ রয়েছে।

দ্বিতীয় তলায় আবাসিক শিক্ষক কক্ষ, মসজিদ, ক্যান্টিন, টেলিভিশন কক্ষ, খেলার কক্ষ, সাংস্কৃতিক কক্ষ, সাইবার কক্ষ, ইমামের আবাসিক কক্ষ ইত্যাদি রয়েছে। তৃতীয় তলা থেকে একাদশ তলা ছাত্রকক্ষ ও পাঠকক্ষ।

হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ড. নিয়াজ আহমেদ খান বলেন, শিক্ষার্থীদের আবাসন সঙ্কট যেন সহনীয় পর্যায়ে আনা যায় সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এছাড়াও এই ভবনটি আধুনিক একটি স্থাপত্য। ভবনটির নামকরণ হয়েছে শহীদদের স্মরণে। সেই শহীদদের রেখে যাওয়া দায় কিছুটা পূরণের জন্য আজকের দিনটি গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, আজকের এই দিনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অংশ হয়ে থাকবে। বিপ্লবে যারা শহীদ হয়েছেন তারা একটি বৈষম্যহীন সমাজ চেয়েছিলেন। তাদের এই চাওয়াটা ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় মনে রাখে।

এমএস

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালকে যেভাবে টাকা পাঠান স্ত্রী

জনশক্তি রপ্তানিতে বড় বাধা দালালরা: ড. ইউনূস

হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

বিকালে জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি

সাভারে রিসোর্টে সাড়ে তিন ঘণ্টা গোপন বৈঠক

ফিরে এসো হাদি, প্রার্থনায় সয়লাব সামাজিকমাধ্যম

র‌্যাব যথাযথ ব্যবস্থা নিলে বদলে যেতে পারত চিত্র

চার দিনেও শুটার অধরা, চলছে ম্যারাথন অভিযান

আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিজয় দিবসে গুণীজন সম্মাননা পেলেন সৈয়দা ইকবাল মান্দ বানু