হোম > জাতীয়

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী গ্রেপ্তার

আমার দেশ অনলাইন

মোহাম্মদপুরের বাসায় খুন হন লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা, পালিয়ে যাচ্ছে গৃহকর্মী। ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫) হত্যার ঘটনায় মূল আসামি আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে ঝালকাঠি থেকে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)'র মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ তালেবুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জোড়াখুনের ঘটনায় জড়িত গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গত সোমবার (৮ ডিসেম্বর) সকালে শাহজাহান রোডের ১৪ তলা একটি আবাসিক ভবনের সপ্তম তলায় লায়লা আফরোজ ও তার মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। গতকাল মঙ্গলবার তাদের লাশ নাটোরে দাফন করা হয়েছে।

এদিকে জোড়া হত্যার ঘটনায় সোমবার রাতে গৃহকর্মী আয়েশাকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেছেন নিহত লায়লা আফরোজের স্বামী স্কুলশিক্ষক আ জ ম আজিজুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়, সোমবার সকাল ৭টার দিকে তিনি উত্তরায় স্কুলে চলে যান। সেখানে থাকা অবস্থায় স্ত্রীর মোবাইলে একাধিকবার ফোন দিয়ে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন।

পরে তিনি বাসায় ফিরে স্ত্রী ও মেয়ের রক্তে ভেজা লাশ দেখেন। ভবনের সিসিটিভি ফুটেজ অনুযায়ী, আয়েশা সকাল ৭টা ৫১ মিনিটে কাজ করার জন্য বাসায় আসেন এবং সকাল ৯টা ৩৫ মিনিটে নাফিসার স্কুলড্রেস পরে বাসা থেকে পালিয়ে যান। যাওয়ার সময় একটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান জিনিস নিয়ে যান।

বিজয় দিবস উপলক্ষে ৫ বন্দির সাজা মওকুফ

আগামী নির্বাচন ৫ বছরের জন্য আর গণভোট শত বছরের

ভোট দিতে ২ লাখ ৯২ হাজার প্রবাসীর নিবন্ধন

আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে সিইসি

‘পশুপাখিকেও এমন খাবার দেয় না’-যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশির ভয়াবহ অভিজ্ঞতা

আজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি

হাসিনা আমলের ভয়াবহতা কাটলেও থামেনি হেফাজতে মৃত্যু

অনানুষ্ঠানিক শ্রমিকদের অধিকাংশই স্বীকৃতির বাইরে: প্রাণিসম্পদ উপদেষ্টা

জাতিসংঘের তথ্য সমাজ সম্মেলন পর্যালোচনার সদস্য হলেন বজলুর রহমান