হোম > জাতীয়

১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন সম্মিলিত ইসলামি ব্যাংকের গ্রাহকেরা: গভর্নর

অর্থনৈতিক রিপোর্টার

আগামী ফেব্রুয়ারি মাস থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা তাদের আমানতের বিপরীতে মুনাফা তুলতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

গভর্নর বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে বিভিন্ন মহলে কিছু অসন্তোষ দেখা দিয়েছে। সেগুলো নিরসনের চেষ্টা করা হচ্ছে। কোনো পরিকল্পনাই শতভাগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। ধীরে ধীরে সমস্যাগুলো চিহ্নিত হয় এবং সেগুলো সমাধানে কাজ করা হয়। তবে কিছু মহল একীভূত কার্যক্রম বাস্তবায়নে বাধা সৃষ্টির অপচেষ্টা করছে।

তিনি আরও বলেন, সব আমানতকারীর মূল আমানত নিরাপদ থাকবে এবং তা পর্যায়ক্রমে ফেরত দেওয়া হবে। এ বিষয়ে আগেও জানানো হয়েছে। বর্তমানে গ্রাহকেরা যেকোনো স্কিম থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা তুলতে পারছেন।

গভর্নর জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে সম্পূর্ণ বাজারদরে মুনাফা দেওয়া হচ্ছে। এক বছরের বেশি মেয়াদি আমানতে মুনাফার হার ৯.৫ শতাংশ এবং এক বছরের কম মেয়াদি আমানতে ৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, এখানে আমানতকারীদের স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকার দুই বছরের জন্য যে ৪ শতাংশ সহায়তা দিচ্ছে, তাতে অতিরিক্ত প্রায় ৪,৫০০ কোটি টাকা ব্যয় হচ্ছে। তাই কেউ যেন গুজবে বিভ্রান্ত না হয়।

অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা

রিট হলেও অনুষ্ঠিত হবে ৫০তম বিসিএস

সবচেয়ে বেশি ও কম ভোট পড়েছিল কোন কোন নির্বাচনে

প্রেসকে ভোটের পোস্টার না ছাপানোর নির্দেশ ইসির

ছাত্রশিবিরের বিজ্ঞান উৎসবের উদ্বোধন

শেরপুরে জামায়াত নেতার মৃত্যুর ঘটনায় সরকারের গভীর উদ্বেগ

‘হ্যাঁ’-‘না’ ভোটের বিষয়ে জানেন না গ্রামাঞ্চলের ভোটাররা

বোয়িং থেকে উড়োজাহাজ কেনার চুক্তি চলতি মাসেই

বিডিটুডে নেটের ওয়েবসাইট ব্লক

নির্বাচনি ইশতেহারে ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের অঙ্গীকার যুক্তের দাবি