হোম > জাতীয়

জুলাই সনদের বাস্তবায়ন কোনো রাজনৈতিক দলের ওপর ছেড়ে দেওয়া যাবে না

পোস্টে ড. মির্জা গালিব

আমার দেশ অনলাইন

জুলাই সনদের বাস্তবায়ন কোনো একটা রাজনৈতিক দলের ইচ্ছার উপর ছেড়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির নেতা ড. মির্জা গালিব।

তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করেই আমাদের ভবিষ্যৎ বিনির্মাণ করতে হবে। এইখানে কোনো কম্প্রোমাইজ হবে না।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে ড. গালিব বলেন—জুলাই সনদের বাস্তবায়ন আমাদের লাগবেই। এটা না হলে আমরা ফেরত যাব হাসিনার আমলের সিস্টেমে। এই সিস্টেমে হাসিনা এসে আবার দাবি করতে পারবে যে, সে নিজে অবৈধ ছিল না; বরং তার বিপক্ষে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনই অবৈধ ছিল।

জুলাই সনদ জনগণের সামষ্টিক ইচ্ছার প্রতিফলন উল্লেখ করে ড. গালিব বলেন, জুলাই সনদের বাস্তবায়ন কোনো একটি রাজনৈতিক দলের ইচ্ছার উপর ছেড়ে দেওয়া যাবে না। এটা জনগণের সামষ্টিক ইচ্ছার প্রতিফলন হতে হবে। গণভোট হলো একমাত্র পদ্ধতি যার মাধ্যমে এই সামষ্টিক ইচ্ছার প্রতিফলন তৈরি করা যাবে। কাজেই গণভোট হতে হবে এবং এই গণভোটের রায় পরের সংসদের ওপর বাইন্ডিং হতে হবে। পরের সংসদকে এই জনরায় বাস্তবায়ন করতে বাধ্য থাকতে হবে।

গণভোটের সময় নিয়ে তিনি বলেন, এই গণভোট ফেব্রুয়ারির নির্বাচনের আগে হবে, না একসাথে হবে-এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন না। বিএনপি যদি জাতীয় নির্বাচনের সঙ্গে এটা একসঙ্গে করতে চায়- অন্যদের এটা মেনে নিতে খুব আপত্তি করা উচিত না। মূল প্রশ্ন হলো— গণভোটের মধ্য দিয়ে সনদকে আইনি বাধ্যবাধকতায় নিয়ে যাওয়া।

দুইটা প্যাকেজ গণভোটে যাওয়া উচিত উল্লেখ করে ড. মির্জা গালিব বলেন, সনদের মধ্যে যে সব বিষয়ে সব দল একমত হয়েছে, সেগুলো একটা প্যাকেজ, আর যে সব বিষয়ে কিছু দলের দ্বিমত/ডিসেন্ট আছে-সেগুলো আলাদা একটা প্যাকেজ হওয়া উচিত। এই দুইটা প্যাকেজ গণভোটে যাওয়া উচিত। দুইটা আলাদা আলাদা প্রশ্ন থাকবে। জনগণ দুইটাতে আলাদা আলাদা ইয়েস/নো ভোট দেবে। সংখ্যাগরিষ্ঠ জনগণ যেইটাতে এগ্রি করবে, সেটাই আমাদের সামষ্টিক চয়েজ।

জুলাইয়ের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করেই আমাদের ভবিষ্যৎ বিনির্মাণ করতে হবে। এখানে কোনো কম্প্রোমাইজ হবে না।

নতুন পোশাকে পুলিশ সাজছে ১৫ নভেম্বর

চরিত্রই মানুষের জীবনের প্রকৃত অলঙ্কার: ধর্ম উপদেষ্টা

সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব

বকেয়া ও প্রতারণায় জড়িত আইএসপির লাইসেন্স নবায়ন হবে না: ফয়েজ

ঝটিকা মিছিল থেকে আ’লীগের ৩০০০ নেতা-কর্মী গ্রেপ্তার

নির্বাচন ১৫ ফেব্রুয়ারির মধ্যে, পেছানোর শক্তি কারো নেই

কেউ কেউ মনে করে তারাই শহরের একমাত্র বুদ্ধিমান : প্রেস সচিব

সেন্টমার্টিনে যেতে মানতে হবে ১২ নির্দেশনা

ইসলামের শিক্ষা সব ক্ষেত্রে বাস্তবায়নের মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠিত হবে

ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আজ