হোম > জাতীয়

জিকির আজগার-বয়ানে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন

স্টাফ রিপোর্টার, টঙ্গী

তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বিদের গুরুত্বপূর্ণ বয়ান ও মুসল্লিদের নফল নামাজ, তাসবিহ তাহলিল, জিকির আজগারের মধ্য দিয়ে শনিবার বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে। রোববার দুপুরের আগেই (১০ থেকে ১২টার মধ্যে) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি ঘটছে।

কাঙ্ক্ষিত আখেরি মোনাজাত পরিচালনা করবেন কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ। তাবলিগের ৬ উসুলের (মৌলিক বিষয়ে) ওপর গতকাল বাদ ফজর পাকিস্তানের মাওলানা খোরশিদের বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। এ বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা ওবায়েদুর রহমান।

এবার ইজতেমা ময়দানে যৌতুকবিহীন বিয়ে আনুষ্ঠানিকভাবে হবে বলে জানিয়েছেন শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। যৌতুকবিহীন বিয়ে পড়াবেন ভারতের মাওলানা জুহাইরুল হাসান। হাবিবুল্লাহ রায়হান জানান, বাদ আসর বয়ানের মিম্বরের পাশে স্থাপিত বিশেষ কক্ষে বর-কনের আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে ‘মোহরে ফাতেমী’র নিয়ম অনুযায়ী যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে। এ নিয়ম অনুযায়ী মোহরানার পরিমাণ ধরা হয় দেড়শ’ তোলা রুপা বা এর সমমূল্য অর্থ।

বিয়ের পর নব-দম্পতিদের সুখ-সমৃদ্ধি কামনায় আল্লাহর দরবারে মোনাজাত করা হবে। এ সময় মঞ্চের আশপাশে মুসল্লিদের মাঝে খুরমা ও মিষ্টি বিতরণ করা হবে।

দ্বিতীয় দিনেও ইজতেমাস্থলে মুসল্লিদের আগমন অব্যাহত রয়েছে। বিশ্ব ইজতেমা উপলক্ষে শিল্পনগরী টঙ্গী এখন ধর্মীয় নগরীতে পরিণত হয়েছে। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মানুষের ঢল অব্যাহত থাকবে। মুরুব্বিদের বয়ান চলাকালে ইজতেমা ময়দানজুড়ে পিনপতন নীরবতা নেমে আসে। সকালের ঠান্ডা বাতাস ও কনকনে শীত উপেক্ষা করে মুসল্লিদের মনোযোগ দিয়ে মুরুব্বিদের বয়ান শুনতে দেখা গেছে।

শনিবার দিনব্যাপী বয়ান করছেন যারা: বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশিদ। বাদ জোহর বয়ান করবেন ভারতের মাওলানা ইসমাঈল গোধরা। বাদ আছর বয়ান করবেন ভারতের মাওলানা জুহাইরুল হাসান। বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা। তার বয়ান বাংলায় অনুবাদ করবেন হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ। এছাড়াও ওলামা-মাশায়েখদের উদ্দেশে সকাল ১০টায় বয়ান করবেন মাওলানা ইব্রাহিম দেওলা, মাদ্রাসার ছাত্রদের উদ্দেশে নামাজের মিম্বর থেকে বয়ান করবেন ভারতের মাওলানা আকবর শরীফ।

প্রসঙ্গত, রোববার দুপুরের আগে শুরায়ি নেজামের প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। ৩ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এটি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ৫ ফেব্রুয়ারি। মাঝে ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ কান্ধলবী অনুসারীদের বিশ্ব ইজতেমা। আখেরি মোনাজাতের মাধ্যমে তা শেষ হবে ১৬ ফেব্রুয়ারি।

হাদির অবস্থা এখনও সংকটাপন্ন, ব্রেইনে অপারেশনের অপেক্ষায় ডাক্তাররা

সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

বাংলাদেশের জনগণকে আর কেউ পদানত করতে পারবে না

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর কী ঘটেছিলো ক্যান্টনমেন্টের ভেতরে-বাইরে

পতাকা হাতে প্যারাট্রুপিংয়ে বাংলাদেশের বিশ্ব রেকর্ড

চব্বিশের আন্দোলনকারীরাও মুক্তিযোদ্ধা : উপদেষ্টা শারমীন

জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা

হাদির স্বাস্থ্যের বিষয়ে সিঙ্গাপুর থেকে যা জানালেন তার ভাই

প্রতিপক্ষকে ঘায়েল করতে হত্যাচেষ্টার মধ্যে কোনো বীরত্ব নেই: রিজওয়ানা

মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা