হোম > জাতীয়

মাজারগেটে রাত কাটাবেন আন্দোলনরত শিক্ষকরা

স্টাফ রিপোর্টার

বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বাড়নোসহ ৩ দাবিতে ‘শাহবাগ ব্লকেড’ এর আল্টিমেটাম দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট । এছাড়া আগামীকাল বুধবার দুপুর ১২টা পর্যন্ত আন্দোলনরত শিক্ষকরা হাইকোর্টের মাজার গেটে অবস্থান করবেন বলেও জানান তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

এবিষয়ে শিক্ষক নেতা অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, বুধবার দুপুর ১২টার দিকে আমরা শাহবাগ মোড়ে অবস্থান নেবো। সেখান থেকে পরবর্তী নতুন কর্মসূচি ঘোষণা করব। পাশাপাশি সারা বাংলাদেশের শ্রেণিকক্ষে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। প্রজ্ঞাপন হওয়ার আগ পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন না।

তিনি আরো বলেন, অর্থ ও শিক্ষা যদি উনারা উভয়ে মিলে সিদ্ধান্ত নেয় যে আমাদের বিষয়গুলো উনারা দেখবেন। আমাদের এই দাবিগুলো পূরণ করবেন এবং যদি বলেন যে আপনাদের দাবি মেনে নেওয়া হয়েছে, তাহলে আমরা আমাদের মার্চ টু সচিবালয় কর্মসূচি প্রত্যাহার করে আমরা শহীদ মিনারে অবস্থান করব।

জানা যায়, মঙ্গলবার বিকেলে পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের শহীদ মিনার থেকে ‘মার্চ টু সচিবালয়’শুরু হয়। পরবর্তীতে হাইকোর্টের মাজার গেটে তাদের আটকে দেয় পুলিশ।

আন্দোলনরত শিক্ষকরা জানান, সরকারের প্রস্তাবিত বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর হার ‘অপর্যাপ্ত ও অবাস্তব’। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা বাড়ানোর পাশাপাশি সার্বজনীন বদলি নীতি বাস্তবায়নের দাবি জানিয়েছেন। দাবি না মানলে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।

এর আগে, গত ১২ অক্টোবর দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি পালনের সময় পুলিশ শিক্ষকদের সরাতে গেলে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে।

পরে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন। এরই অংশ হিসেবে গত] সোমবার থেকে সারাদেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।

আন্তর্জাতিক প্রটোকল মেনেই জুলাই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান

নির্বাচনের তফসিল চূড়ান্তে বৈঠকে বসেছে ইসি

‘আর্মির বিরুদ্ধে লড়বো, ঐক্যবদ্ধ থাকো’

সংসদ নির্বাচনের ব্যালটে থাকছে না ৪টি দলের প্রতীক

পোস্টাল ব্যালটে ভোট দিতে ২ লাখ ২২ হাজার প্রবাসীর নিবন্ধন

মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া স্থগিত

জুলাই যোদ্ধাদের রক্ত, অঙ্গ ও জীবনের বিনিময়ে আজ আমরা কথা বলতে পারছি

মঙ্গলবার এয়ার অ্যাম্বুলেন্স আসলে বুধবার খালেদা জিয়াকে লন্ডন নেয়া হতে পারে

পরীক্ষা নিলেও মানসিকভাবে, ভেঙে পড়েছেন শিক্ষকরা

নির্বাচনে জটিলতা সৃষ্টি হলে সরকার সামাল দিতে পারবে না