হোম > জাতীয়

ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা

পটুয়াখালী সার্কিট হাউসে নির্বাচন কমিশনার আনোয়ারুল

বাসস

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে এবং ভোটগ্রহণ আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে।

শুক্রবার বিকেলে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন ইতিমধ্যেই নির্বাচনের জন্য একটি বিস্তারিত কর্মপরিকল্পনা প্রকাশ করেছে। আমরা রমজান মাসের আগেই নির্বাচন সম্পন্ন করতে চাই।’

গণভোটের দাবির বিষয়ে তিনি বলেন, ‘গণভোট নির্বাচন আগে হবে না পরে হবে—বিষয়টি এখনো কমিশনের আলোচনায় আসেনি। সরকারের প্রস্তুতি সম্পর্কেও আমরা কোনো আনুষ্ঠানিক তথ্য পাইনি। সিদ্ধান্ত হলে জানানো হবে।’

আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করে। আমরা সেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি।’

আশা প্রকাশ করে মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘সকলের সহযোগিতায় আমরা একটি অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচন করতে চাই।’

নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচনী আচরণবিধি এবং নির্বাচনী প্রতীকের তালিকা হালনাগাদ করা হয়েছে। নভেম্বর মাসে প্রবাসী ভোটারদের নিবন্ধন শুরু হবে এবং কারাবন্দী ভোটারদেরও ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ফ্যাসিবাদী সরকার জাতিকে বুদ্ধিবৃত্তিক দরিদ্র করার চেষ্টা চালিয়েছে

৯০ হাজার সেনা নামছে

কল্যাণরাষ্ট্র গঠন করতে হলে নবীনদের সৃজনশীলতার উদ্যোগ প্রয়োজন

খামারি-কৃষকদের বিদ্যুৎ বিলের বৈষম্য দূর করতে পদক্ষেপ নিচ্ছে সরকার

স্বাধীনতা ছাড়া বিচার বিভাগ কার্যত বিচার বিভাগই নয়: বিচারপতি মইনুল

দেশে সব খারাপ কাজের শুরু ১৯৭৩ সালে আ.লীগের হাতে

তিন দাবিতে অনশনে যাচ্ছে প্রাথমিকের শিক্ষকরা

সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার বদ্ধপরিকর: নির্বাচন কমিশনার

জেলেদের জীবিকা নিশ্চিত করা জরুরি: প্রাণিসম্পদ উপদেষ্টা

বিজিবি সৈনিক আকতার হোসেনের দাফন সম্পন্ন