বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মত্যুতে শোক জানিয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি মোহামেদ মুইজু। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এ শোক প্রকাশ করেন।
এক্স পোস্টে মুইজু লেখেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোকাহত সরকার ও জনগণের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন'.
তিনি আরও লেখেন , ‘এই গভীর শোকের সময়ে মহান আল্লাহ যেন তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি দান করেন’।
মুইজু মালদ্বীপের অষ্টম রাষ্ট্রপতি হিসেবে ২০২৩ সাল থেকে দায়িত্ব পালন করছেন।