হোম > জাতীয়

ধর্মীয় নেতাদের প্রশিক্ষণ দিয়ে গণভোটের প্রচারণার পরিকল্পনা সরকারের

স্টাফ রিপোর্টার

আসন্ন গণভোটের বিষয়বস্তু জনগণের কাছে পরিষ্কার করতে সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা ও প্রতিনিধিদের নিয়ে প্রত্যেক বিভাগে বড় আকারের কর্মশালার আয়োজন করা হচ্ছে।

রোববার বিকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচারকার্যক্রমের মুখ্য সমন্বয়ক ড. আলী রীয়াজের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবগণ, মহাপরিচালক এবং বিভাগীয় কমিশনারগণ অংশগ্রহণ করেন।

রাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের গণভোট বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রমের মুখ্যসমন্বয়কের দপ্তরের সিনিয়র সহকারী সচিব মীর আলিফ রেজার পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়—কর্মশালা থেকে প্রয়োজনীয় ধারণা ও প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্টরা তৃণমূল পর্যায়ের ভোটারদেরকে গণভোট সম্পর্কে বিস্তারিত জানাবেন। তাদের মধ্যে এ সম্পর্কিত লিফলেট বিতরণ করবেন পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ধর্মীয় নেতাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে তাদের মাধ্যমে সাধারণ ভোটারদের কাছে গণভোটের বিস্তারিত তথ্য পৌঁছে দেয়ারও পরিকল্পনা নেয়া হয়েছে।

সভায় সচিবগণ গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম বিষয়ে তার দপ্তরের কাজের অগ্রগতি সভায় উপস্থাপন করেন। এ বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করতে বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনারের সহায়তায় মেয়র/প্রশাসক, সিটি করপোরেশনসহ বিভাগীয়, জেলা এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তা, সুশীল সমাজ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, এনজিও, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সমাজের সব স্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে গণভোট বিষয়ে জনসচেতনতামূলক সভা আয়োজনের সিদ্ধান্ত হয়।

ঢাকা-করাচি ফ্লাইট ২৯ জানুয়ারি থেকে শুরু

গ্যাসের সংকটে ঢাকার অধিকাংশ এলাকায় জ্বলছে না চুলা

হাদির খুনি ফয়সালের অবস্থান জানালেন ডিবিপ্রধান

দুদিনে ইসিতে ১৬৪ প্রার্থীর আপিল

ঢাকার অধিকাংশ এলাকায় জ্বলছে না চুলা

ঢাকায় পর্দা নামল প্রথম সেনাপ্রধান আন্তর্জাতিক স্কোয়াশের

বিদেশি পর্যবেক্ষকদের খরচ বহনের ‘বৈষম্যমূলক’ সিদ্ধান্ত বাতিল চায় টিআইবি

সরকারি গাড়ি কেনার মূল্যসীমা বাড়ল

এখনো খালেদা জিয়ার কবরে অশ্রু ঝরায় মানুষ

কেন্দ্রীয় কারাগারে সাবেক শিল্প প্রতিমন্ত্রী অসুস্থ, ঢামেকে ভর্তি