সাংবাদিকদের তাজুল ইসলাম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, মাহমুদুর রহমান সাক্ষ্য প্রদান করছেন। তিনি এই মামলার ৪৬তম সাক্ষী। তার সাক্ষ্যগ্রহণ অসমাপ্ত রয়েছে। আজকে অর্ধেকটা সময় ধরে তিনি সাক্ষ্য প্রদান করেছেন। দিনের বাকি সময়টাও সাক্ষ্য প্রদান করবেন, এরপর জেরা হবে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার কীভাবে বিরোধী দল, বিরোধী মতকে দমন করত, কীভাবে গণতান্ত্রিক পদ্ধতির সরকার পরিবর্তিত করে ফ্যাসিজম কায়েম করেছিল, সেই প্রসঙ্গে তিনি (মাহমুদুর রহমান) সাক্ষ্য ইতোমধ্যে দিয়েছেন।
মাহমুদুর রহমানের সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর আর দু-একজন সাক্ষ্য দেওয়ার মাধ্যমে এই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হবে বলেও জানান তাজুল ইসলাম।