হোম > জাতীয়

প্রকাশ্যে ক্ষমা চাইলেন ছাত্রলীগ নেত্রী

আমার দেশ অনলাইন

বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামালের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর মন্তব্যের অভিযোগে মামলা হওয়ার পর প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের বনানী থানা শাখার ছাত্রীবিষয়ক সম্পাদক মবিনা জান্নাত। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ক্ষমা চান তিনি।

মবিনা জান্নাত বলেন, ‘একটি ভুল শব্দচয়ন—একটি অনিচ্ছাকৃত ‘স্লিপ অব টাঙ’। যা একজন সম্মানিত মানুষের প্রতি অন্যায় অপমানের পরিস্থিতি তৈরি করেছে। আর এ কারণেই আমি আজ আমার ভুলের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইছি।’

তিনি বলেন, ‘আমার একটি ভুল শব্দ—একজন সম্মানিত আইনজীবীর মানহানির মতো পরিস্থিতি সৃষ্টি করায় আমি গভীরভাবে দুঃখিত। ভুল তথ্য যাচাই না করে মন্তব্য করা যে মারাত্মক দায়িত্বহীনতা—আমি তা উপলব্ধি করেছি এবং সেই ভুলের জন্য আবারও আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’

গত ২৮ মে কায়সার কামালের সঙ্গে তাঁর নাম জড়িয়ে গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে আইনজীবী জিল্লুর রহমান মবিনা জান্নাতের বিরুদ্ধে মামলা করেন। আদালত পরবর্তীতে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার বাদীর অভিযোগ, রাজনৈতিকভাবে কায়সার কামালকে হেয় করার উদ্দেশ্যে তিনি ভিত্তিহীন বক্তব্য ছড়িয়েছিলেন।

২৫ মে এক সংবাদ সম্মেলনে মবিনা জান্নাত দাবি করেছিলেন, কায়সার কামালের সহায়তায় মোকাদ্দেস হানিফ জামিনে মুক্তি পেয়েছিলেন। তবে যে মামলার প্রসঙ্গ তিনি উল্লেখ করেন, সেটি ভুল তথ্যের ওপর ভিত্তি করে বলা হয়েছিল। সংশ্লিষ্ট মামলায় কায়সার কামাল আদৌ উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।

এস আর

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাহিনীর সদস্যদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

বিচার বিভাগের পৃথক সচিবালয় অনুমোদিত

৫৯৩ চিকিৎসকের সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

পোস্টাল ভোটিংয়ের প্রথম দিনেই সাড়ে ৩ হাজার নিবন্ধন

৫০ কোটির প্রকল্প অনুমোদনসহ আরো যেসব ক্ষমতা পাবেন প্রধান বিচারপতি

নির্বাচিত সরকারকে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বাধ্য করতে হবে

বাড়িতে আগুন দেয়া নিয়ে যা বললেন ডাকসু নেত্রী রাফিয়া

একদিনে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

পুলিশের মনোবল ভাঙলে ঘরবাড়ি নিজেদেরই পাহারা দিতে হবে

শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী