হোম > জাতীয়

পে স্কেল বাস্তবায়নে নির্বাচিত সরকারের সমস্যা হবে না

জ্বালানি উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

প্রস্তাবিত নবম পে স্কেলের রিপোর্ট পরবর্তী নির্বাচিত সরকারের বাস্তবায়নে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ এবং সড়ক সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।

জ্বালানি উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের সময় খুব স্বল্প, আমরা যেসব পরিকল্পনা নিয়েছি, নির্বাচিত সরকার এসে এগুলো বাস্তবায়নে কোনো সমস্যার সম্মুখীন হবে না।

উপদেষ্টা বলেন, পে স্কেল নিয়ে সবার মধ্যে একটা বিভ্রান্তি কাজ করছে মনে হয়। তিনি বলেন, প্রায় ১১ বছর গত হয়েছে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধিতে কোনো পে কমিশন করা হয়নি । সরকারি চাকরিজীবীদের এটা দীর্ঘদিনের দাবি ছিল।

ফওজুল কবির আরো বলেন, শুধু পে কমিশনের রিপোর্টটাই আমরা গ্রহণ করেছি। এটা কিন্তু বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। সুতরাং এই অন্তর্বর্তী সরকারের আর মাত্র ১৫ দিন সময় আছে। এখন আমরা এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেব না।

উপদেষ্টা বলেন, মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছে। জাতীয় বেতন কমিশনের রিপোর্ট পরীক্ষা-নিরীক্ষা করবে।

রমজানের ক্রয়সংক্রান্ত বিষয়ে উপদেষ্টা বলেন, ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল এবং ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন হয়েছে। বাংলাদেশি স্থানীয় প্রতিষ্ঠান থেকে এগুলো ক্রয় করা হবে বলে জানান তিনি।

এছাড়া ৪০ হাজার মেট্রিক টন সার ক্রয়ে প্রস্তাব অনুমোদন হয়েছে। আলুচাষিদের ভর্তুকির বিষয়টা পুনরায় খতিয়ে দেখার প্রস্তাব করা হয়েছে।

আসন্ন নির্বাচনে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে

গণভোটে ‘হ্যাঁ’ দিয়ে ফ্যাসিবাদী কাঠামো পরিবর্তন করতে হবে: আলী রীয়াজ

বেতন বাড়ানোর সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নেবে না

মাইলস্টোন নয়, বিমান পড়া দরকার ছিল সচিবালয়ে

জুলাই সনদ প্রত্যেক নাগরিকের ধর্মীয় অধিকার নিশ্চিত করবে

বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হচ্ছে ওমানের ওয়ার্ক ভিসা

পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি

তিন কার্যদিবসের মধ্যে মতামত চেয়েছে মন্ত্রণালয়, আপত্তি বেবিচকের

৭ লাখ ৬৬ হাজার প্রবাসীর কাছে পৌঁছাল পোস্টাল ব্যালট

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় রাজনৈতিক দলের নির্বাচনি অঙ্গীকার চায় রোড সেফটি