হোম > জাতীয়

পারস্পরিক উদ্বেগের কথা জানাল ঢাকা-দিল্লি

মাস্কটে তৌহিদ-জয়শঙ্কর বৈঠক

কূটনৈতিক রিপোর্টার

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৈঠকে তারা পারস্পরিক উদ্বেগ এবং স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করেন। গতকাল রোববার ওমানের মাস্কটে ইন্ডিয়ান ওশান কনফারেন্সের সাইডলাইনে এ বৈঠক হয়।

গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দ্বিতীয় দফায় তৌহিদ-জয়শঙ্কর সাক্ষাৎ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অষ্টম ইন্ডিয়ান ওশান কনফারেন্সের সাইডলাইনে উভয়পক্ষ পারস্পরিক উদ্বেগ এবং স্বার্থের বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করে। তারা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে দুই প্রতিবেশী যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তা স্বীকার করেছেন এবং সেগুলো মোকাবিলায় একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র উপদেষ্টা গঙ্গা পানিচুক্তি নবায়নের জন্য আলোচনা শুরু করার গুরুত্বের ওপর জোর দেন। তিনি সার্ক স্থায়ী কমিটির বৈঠক আয়োজনের গুরুত্বও তুলে ধরেন এবং এ বিষয়ে ভারত সরকারকে বিবেচনার অনুরোধ জানান।

তৌহিদ-জয়শঙ্কর বৈঠকে উঠে আসে সীমান্ত সম্মেলন প্রসঙ্গ। উভয়পক্ষ আশা প্রকাশ করে, বৈঠকের সময় সীমান্তসম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং সমাধানের পথ তৈরি হবে।

এস জয়শঙ্কর তার সোশ্যাল হ্যান্ডেল এক্সে জানান, বৈঠকে দ্বিপক্ষীয় বিষয় ও বিমসটেক নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, আগামী এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে সাইডলাইনে বৈঠক হতে পারে।

ভারত ও ওমান সরকার যৌথভাবে এ বছর অষ্টম ইন্ডিয়ান ওশান কনফারেন্সের আয়োজন করেছে। এ সম্মেলনে অন্তত ২৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রী যোগ দিয়েছেন।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়।

হারিয়ে যাওয়া ১০৫টি ফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পুলিশ

৩০৫ জনের প্রার্থিতা প্রত্যাহার, লড়াইয়ে ১,৯৬৭ জন

জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ফারাহ মাহবুব

আরো ৮ জেলায় চালু হলো ই–বেইলবন্ড সেবা

‘কর্মীরা আচরণবিধি লঙ্ঘন করলে দায় প্রার্থীদের ওপরই বর্তাবে’

পে-স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আজ

নিবন্ধিত ৬০ দলের মধ্যে অংশ নিচ্ছে কতটি, জানাল ইসি

প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু

এক নজরে ৩০০ আসনের চূড়ান্ত প্রার্থীদের ছবি দেখুন

শীতলতম মাসেও স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি তাপমাত্রা