হোম > জাতীয়

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দলে দলে আসছেন নেতাকর্মীসহ সাধারণ মানুষ

আমার দেশ অনলাইন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর দুপুর ২টায় জাতীয় সংসদের এলাকায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে অনুষ্ঠিত হবে। জানাজাকে কেন্দ্র করে সকাল থেকেই সংসদ ভবন এলাকায় দেশের নানা প্রান্ত থেকে দলে দলে নেতাকর্মীসহ সাধারণ মানুষ আসছেন।

নির্বিঘ্নে জানাজায় অংশ নিতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার দপ্তরের জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ ও মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে। এ সময় পরিবারের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিদেশি কূটনীতিক এবং বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

দাফনকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জিয়া উদ্যানে সাধারণ জনগণের প্রবেশ সীমিত রাখা হবে। নির্ধারিত ব্যক্তিরাই কেবল সেখানে প্রবেশের অনুমতি পাবেন।

এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে। একই সঙ্গে আজ সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, মরদেহ বহনের জন্য একটি নির্ধারিত রুট অনুসরণ করা হবে। এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল ফ্লাইওভার, নৌ সদর দপ্তর এলাকা, গুলশান-২, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, এয়ারপোর্ট রোড, মহাখালী ফ্লাইওভার ও বিজয় সরণি হয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে প্রবেশ করবে।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় নেওয়া হয়েছে। সেখানে খালেদা জিয়াকে শেষবারের মতো দেখবেন পরিবার, আত্মীয় স্বজন ও দলের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা।

তারেক রহমানের বাসায় আছে, তার সহধর্মিণী জোবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর সহধর্মিণী শর্মিলা রহমানসহ পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন। এছাড়া আছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. মঈন খান, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমীন প্রমুখ।

জানাজাস্থলের দিকে যাচ্ছে খালেদা জিয়ার লাশবাহী গাড়ি

মানিক মিয়ায় বাজছে হাসিনাকে পরামর্শ দেয়া খালেদা জিয়ার ভাষণ, কী আছে তাতে

ইতিহাসের পুনরাবৃত্তি

গাড়ি সংকটে পায়ে হেঁটে খালেদা জিয়ার জানাজায় যাচ্ছে সাধারণ মানুষ

জুলাইযোদ্ধা শফিকুল ইসলামের ইন্তেকালে জামায়াত আমিরের শোক

শীতে জবুথবু দেশ, ভোগান্তিতে নিম্নআয়ের মানুষ

ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

শহীদ জিয়াকে সংসদ ভবনের পাশে দাফনের সিদ্ধান্ত যেভাবে হয়েছিল

ছেলের বাসা থেকে জানাজাস্থলের উদ্দেশে খালেদা জিয়ার লাশবাহী গাড়ি

খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত: রাহুল গান্ধী