হোম > জাতীয়

জুলাই আবাসন প্রকল্প নিয়ে মিথ্যাচার হচ্ছে: গণপূর্ত মন্ত্রণালয়

বিশেষ প্রতিনিধি

জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য প্রস্তাবিত আবাসন প্রকল্প নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যাচার হচ্ছে বলে জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

সোমবার গণপূর্ত মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য একটি আবাসন প্রকল্পের প্রস্তাব করা হয়েছে। এখনও প্রকল্প অনুমোদন কিংবা এক টাকাও বরাদ্দ কিংবা ছাড় করা হয়নি। অথচ একটি বহাল পরিকল্পিতভাবে এ প্রকল্পে দুর্নীতির কাল্পনিক ও মিথ্যা অভিযোগ এনে অন্তর্বর্তী সরকারের ভাব-মর্যাদা ক্ষুণ্ন করার হীন চেষ্টা করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ শীর্ষক প্রকল্পের ডিপিপিতে অন্তর্ভুক্ত কিছু আইটেম যেমন-লিফট, সাব-স্টেশন, পাম্প-মোটর, সীমানা প্রাচীর সম্পর্কে উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুতকৃত প্রাক্কলনসমূহ পর্যবেক্ষণ করা হয়। উক্ত পর্যবেক্ষণে বিবেচ্য আইটেমসমূহের দর সম্পর্কে সঠিকতা পাওয়া যায়। উল্লেখিত আইটেমের রেটসমুহ গণপূর্ত রেট সিডিউল-২০২২ (সংশোধিত) অনুযায়ী প্রণয়ন করা হয়েছে।

গণপূর্ত মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তাবিত ঢাকার মিরপুর সেকশন-১৪ এ ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-২৪ এ শহীদ পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানের নিমিত্ত জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব জমিতে '৩৬ জুলাই' আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ শীর্ষক প্রকল্পের ব্যয় বিষয়ে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরীকে আহবাহয়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। এ কমিটির অন্য সদস্যরা হলেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ার বিভাগের অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ার বিভাগের অধ্যাপক ড. খান মাহমুদ আমানত, স্থপতি ড. আবু সাঈদ মোশতাক আহমেদ ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের একজন প্রতিনিধি।

এ মন্ত্রণালয় বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করেছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় দৃঢ়ভাবে বিশ্বাস করে, ‘গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা সরকারি কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা ও আর্থিক সুশাসন নিশ্চিত করে।’

দেশের মানুষ সীমান্ত হত্যা বন্ধ চায়: আদিলুর রহমান

মুক্তিযুদ্ধ ছিল জুলুম ও বঞ্চনার বিরুদ্ধে সশস্ত্র প্রতিবাদ: ধর্ম উপদেষ্টা

পরাজিত ফ্যাসিস্ট শক্তি এ দেশের পবিত্র মাটিতে আর কোনোদিন ফিরবে না

ফ্যাসিস্ট-টেরোরিস্টদের অপচেষ্টা সফল হবে না: প্রধান উপদেষ্টা

আগামী নির্বাচন মাইলফলক আর গণভোট শত বছরের

অন্তরের অন্তস্তল থেকে হাদির জন্য আল্লাহর কাছে দোয়া করুন: প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণে খালেদা জিয়াকে নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

বিজয় দিবসে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের শপথ নেয়ার আহ্বান হেফাজতের

ষড়যন্ত্রে জড়িতদের ছাড় দেওয়া হবে না: প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণে যা যা বললেন প্রধান উপদেষ্টা