আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল চলাচল শিগগির শুরু হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ।
তিনি আরো বলেন, তবে টেকনিক্যাল ত্রুটির কারণে আগারগাঁও থেকে মতিঝিল অংশ পর্যন্ত আপাতত চালু হচ্ছে না।
তবে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল চলাচল শিগগির শুরু হবে।
রোববার দুপুর আড়াইটায় দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি একথা বলেন। তিনি বলেন, দুর্ঘটনার ফলে আপাতত এই অংশের ট্রেন চলাচল আজ শুরু নাও করা যেতে পারে।
মেট্রোরেলের ফার্মগেট এলাকার একটি পিলারের বিয়ারিং প্যাড পড়ে একজন পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রোববার দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেলের চলাচল বন্ধ হয়ে যায়।
নিহত ওই পথচারীর নাম আবুল কালাম। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের নরিয়ায়।
সংশ্লিষ্টরা জানান, প্রতিটি পিলারের সঙ্গে রাবারের বিয়ারিং প্যাড থাকে, যার প্রতিটির ওজন আনুমানিক ১৪০-১৫০ কেজি। এসব বিয়ারিং প্যাড ছাড়া ট্রেন চালানোটা বেশ ঝুঁকিপূর্ণ। এ কারণে মেট্রোরেলের চলাচল আপাত বন্ধ রাখা হয়েছে।
এ বিষয়ে ডিএমটিসিএলের সংশ্লিষ্ট কারো বক্তব্য পাওয়া যায়নি।
নিহত ব্যক্তির সঙ্গে থাকা পাসপোর্ট অনুযায়ী তার নাম আবুল কালাম, বাড়ি শরীয়তপুরে। তার জন্মসাল ১৯৯০।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনার পর থেকেই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথেই মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর মেট্রোরেলে একটি বিয়ারিং প্যাড খুলে পড়লে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল ১১ ঘণ্টা বন্ধ ছিল।