হোম > জাতীয়

পোস্টাল ব্যালট বাতিল হবে যেসব কারণে

আমার দেশ অনলাইন

ভোট দেওয়ার পর ঘোষণাপত্র, একাধিক প্রতীকে ভোট ও স্বাক্ষর ছাড়া গণভোটসহ কয়েকটি কারণে পোস্টাল ব্যালট বাতিল করবে নির্বাচন কমিশন (ইসি)। ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন ইতোমধ্যে এমন সিদ্ধান্তের চিঠি সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, বৈধ ব্যালট পেপারসমূহ জাতীয় সংসদের ক্ষেত্রে প্রার্থীভিত্তিক এবং গণভোটের ক্ষেত্রে ‘হ্যাঁ’/‘না’ ভিত্তিক আলাদা করার পর তা গণনা করতে হবে।

ইস্যুকৃত পোস্টাল ব্যালট যেসব কারণে বাতিল করবে বা গণনা করবে না ইসি

ক. খামের মধ্যে ঘোষণাপত্র না থাকলে;

খ. ঘোষণাপত্রে ভোটারের স্বাক্ষর না থাকলে;

গ. একাধিক প্রতীকে টিক বা ক্রস চিহ্ন দেওয়া হলে;

ঘ. কোনো প্রতীকে টিক বা ক্রস চিহ্ন দেওয়া না হলে;

ঙ. এমনভাবে টিক বা ক্রস চিহ্ন দেওয়া হয়েছে যে ভোটটি কোনো প্রার্থী/প্রতীকের পক্ষে দেওয়া হয়েছে তা যুক্তিসঙ্গতভাবে নিশ্চিত করা যায় না;

চ. OCV (প্রবাসী) এর ক্ষেত্রে সংশ্লিষ্ট আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক ব্যতীত অন্য প্রতীকে টিক বা ক্রস চিহ্ন দেওয়া হলে;

ছ. ব্যালট পেপারে টিক বা ক্রস চিহ্ন ব্যতীত অন্য কোনো চিহ্ন প্রদান করা হলে।

রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গণনার সময় উপযুক্ত কারণে ঘোষিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের অবৈধ বা বাতিল ব্যালট পেপারসমূহ একত্রে একটি নির্ধারিত খামে রেখে খামের ওপর সংখ্যা উল্লেখ করতে হবে। এছাড়া মোট অবৈধ বা বাতিল ব্যালটের সংখ্যা ফলাফল বিবরণীর নির্ধারিত স্থানে লিপিবদ্ধ করে ফলাফল বিবরণী প্রস্তুত করতে হবে।

এদিকে কোনো আসনের পোস্টাল ব্যালট ভোট গণনা শুরুর আগে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট না পৌঁছালে উক্ত পোস্টাল ব্যালট গণনার অন্তর্ভুক্ত হবে না।

এছাড়া কোনো আদালতের আদেশে কোনো নির্দিষ্ট নির্বাচনি আসনের প্রার্থী তালিকায় পরিবর্তন ঘটলে উক্ত আসনের পোস্টাল ব্যালট গণনার প্রয়োজন হবে না (‘যথাসময়’বলতে মোট পাঁচ দিন তথা ভোটগ্রহণের দিনসহ পূর্ববর্তী ৪ দিন সময়কে বোঝাবে)।

বাতিল ব্যালটগুলো QR কোড ডুপ্লিকেট হওয়ার কারণে এবং ভোটার কর্তৃক পোস্টাল ব্যালট পাওয়ার পর খামের QR কোড স্ক্যান না করার কারণে বাতিল হওয়া ব্যালটের খামের সঙ্গে আলাদাভাবে সংরক্ষণ করতে হবে এবং তার হিসাব প্রকাশ করতে হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে। দেশের ভেতর থেকে ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবী, কয়েদি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং প্রবাসীরা মিলে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ভোটার।

নির্বাচনে অপতথ্য ঠেকাতে টিকটকের বিশেষ উদ্যোগ

অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা

ড্রোন নির্মাণে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বিমান বাহিনীর চুক্তি

মাহবুবুল হক ভূঁইয়ার প্রথম মৃত্যুবার্ষিকী বুধবার

হাসিনা-আ.লীগ ও ভারত নিয়ে কথা বলা যাবে না

১ ফেব্রুয়ারি ‘অমর একুশে প্রতীকী বইমেলা’

পরিবেশ চমৎকার, উৎসবমুখর পরিবেশে প্রচার চলছে

সরকারের সংস্কার কার্যক্রমে ইইউর সমর্থন

নির্বাচনে আচরণবিধি প্রায় শতভাগ নিশ্চিত করতে পেরেছি: ইসি আনোয়ারুল

নির্বাচনে নিষেধাজ্ঞার আওতামুক্ত যেসব যানবাহন