জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের চলমান তহবিল সংগ্রহ, চিকিৎসা সহায়তা, পুনর্বাসন এবং স্মৃতি সংরক্ষন উদ্যোগসমূহকে অধিকতর শক্তিশালী ও সমন্বিত করার লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কৌশলগত আলোচনা ও নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হয়েছে।
বুহস্পতিবার সকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)- এর সম্মেলন কক্ষে এ আলোচনা ও নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত (উপদেষ্টা পদ মর্যাদার) লুতফে সিদ্দিকী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৃক পিকচার লাইব্রেরির ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট মানবাধিকারকর্মী শহিদুল আলম।
সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের নীতিনির্ধারক প্রতিনিধি, শীর্ষস্থানীয় এনজিও সংগঠনের নেতৃত্ব, করপোরেট খাতের দায়িত্বশীল কর্মকর্তা, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের ইতালি-মালয়েশিয়া-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, পরিচালক ও নির্বাহী কর্মকর্তাসহ প্লান ইন্টারন্যাশনাল এবং এম এইচ গ্লোবাল গ্রুপের প্রতিনিধি উপস্থিত ছিলেন। তাদের অংশগ্রহণে ফাউন্ডেশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সহযোগিতার সম্ভাবনাময় ক্ষেত্রগুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
সভায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত সংগ্রামীদের জন্য ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর চলমান কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ ফাউন্ডেশনের কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ গ্রহণে সম্মত হন।