হোম > জাতীয়

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের তহবিল সংগ্রহ নিয়ে আলোচনা

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)- এর সম্মেলন কক্ষে এ আলোচনা ও নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হয়।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের চলমান তহবিল সংগ্রহ, চিকিৎসা সহায়তা, পুনর্বাসন এবং স্মৃতি সংরক্ষন উদ্যোগসমূহকে অধিকতর শক্তিশালী ও সমন্বিত করার লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কৌশলগত আলোচনা ও নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হয়েছে।

বুহস্পতিবার সকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)- এর সম্মেলন কক্ষে এ আলোচনা ও নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত (উপদেষ্টা পদ মর্যাদার) লুতফে সিদ্দিকী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৃক পিকচার লাইব্রেরির ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট মানবাধিকারকর্মী শহিদুল আলম।

সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের নীতিনির্ধারক প্রতিনিধি, শীর্ষস্থানীয় এনজিও সংগঠনের নেতৃত্ব, করপোরেট খাতের দায়িত্বশীল কর্মকর্তা, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের ইতালি-মালয়েশিয়া-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, পরিচালক ও নির্বাহী কর্মকর্তাসহ প্লান ইন্টারন্যাশনাল এবং এম এইচ গ্লোবাল গ্রুপের প্রতিনিধি উপস্থিত ছিলেন। তাদের অংশগ্রহণে ফাউন্ডেশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সহযোগিতার সম্ভাবনাময় ক্ষেত্রগুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

সভায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত সংগ্রামীদের জন্য ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর চলমান কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ ফাউন্ডেশনের কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ গ্রহণে সম্মত হন।

প্রার্থিতা ফিরে পেতে আপিল-নিষ্পত্তির তারিখ জানালেন সিইসি

তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

তিন লাখের বেশি প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন

এবার দুই ব্যালটে ভোট দেবেন একজন ভোটার

৩০০ আসনে ভোট হবে স্বচ্ছ ব্যালট বাক্সে, ব্যালট পেপারে

সংসদের ভোটের ব্যালট হবে সাদাকালো, গণভোটের রঙিন

তথ্যে রিজওয়ানা, এলজিআরডিতে আদিলুর ও ক্রীড়ায় আসিফ নজরুল

সাত পুলিশ সুপারকে একযোগে বদলি

সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ

দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখের বেশি