হোম > জাতীয়

আলাদা বাক্সে ফেলতে হবে সংসদ ও গণভোটের ব্যালট

আমার দেশ অনলাইন

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। ভোট হবে স্বচ্ছ ব্যালট বাক্সে, ব্যালট পেপারে। ভোট দেওয়ার পর সংসদ এবং গণভোটের ব্যালট আলাদা দুটো বাক্সে ফেলতে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি বলেন, নির্বাচন উপলক্ষে মনোনয়ন দাখিলের শেষদিন ২৯ ডিসেম্বর, ৩০ ডিসেম্বর থেকে চৌঠা জানুয়ারি পর্যন্ত চলবে যাচাই-বাছাই।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ শেষে ২২ জানুয়ারি থেকে প্রচার প্রচারণা শুরু করবেন প্রার্থীরা।

ভাষণে সিইসি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করাই এই কমিশনের প্রধান লক্ষ্য। এরই মধ্যে নির্ভুল ভোটার তালিকা তৈরি করা হয়েছে, প্রায় অকার্যকর পোস্টাল ভোটকে কার্যকর করা হয়েছে।

সিইসি জানান, বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। যেখানে পুরুষ ভোটার ছয় কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন এবং নারী ভোটার ছয় কোটি ২৮ লাখ ৭৯ হাজার।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ভোট আপনার শুধু নাগরিক অধিকারেই নয় বরং পবিত্র আমানত ও দায়িত্ব। এই দায়িত্ব সচেতনভাবে আপনারা পালন করবেন এ আমার বিশ্বাস।

জুলাইযোদ্ধারা বিশেষ নিরাপত্তা পাবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

দুই দফায় জামিন পান হাদিকে গুলি করা ফয়সাল, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

হাদিকে নিয়ে জ্বালাময়ী বার্তা চিত্রনায়িকা চমকের

জুলাই বিপ্লবীদের বাঁচাতে না পারলে দেশের সার্বভৌমত্ব হুমকিতে পড়বে

নির্বাচন বানচালে সীমান্ত দিয়ে ঢুকেছে ৮০ জন প্রশিক্ষিত আততায়ী

হাদির ওপর হামলাকারীদের সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে

ইনকিলাব মঞ্চের সমাবেশে মাহমুদুর রহমান

এখনো শঙ্কামুক্ত নন হাদি, মেডিকেল বোর্ড গঠন

যেভাবে জামিন পান হাদিকে গুলি করা সেই ফয়সাল