হোম > জাতীয়

‘গণমাধ্যমের স্বাধীনতার সুযোগ নিয়ে ফ্যাসিজমকে পুনর্গঠনের চেষ্টা করলে ব্যবস্থা’

স্টাফ রিপোর্টার

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আমরা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। অনেক জটিলতা ছিল আমরা সেইগুলো নিরসন করেছি। আরো যে বাধা আছে সেগুলো নিরসনের কথাও আমরা বলছি। গণমাধ্যমের স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যদি ফ্যাসিজম বা আওয়ামী লীগকে পুনর্গঠনের প্রচেষ্টা চালায় তাহলে আমরা সেটাকে গণমাধ্যমের স্বাধীনতা হিসেবে বিবেচনা করবো না। নিষিদ্ধ ও মামলার আসামিদের যদি মিডিয়ার মাধ্যমে পুনর্বাসনের চেষ্টা করা হয় তাহলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো। বৃহস্পতিবার সন্ধ্যায় দৈনিক আমার দেশের কার্যালয় পরিদর্শন করে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, বর্তমান সময়ে দেশের মানুষকে সঠিক সংবাদ দেওয়ার জন্য মিডিয়ার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। বর্তমানে ফ্যাসিজমের নানা উপদান রয়ে গেছে সেইগুলো চিহ্নিত করার জন্য মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ। আমার দেশ সেই দায়িত্বটা গুরুত্বের সাথে পালন করছে। এ পত্রিকাটি ফ্যাসিজমের রোষানলে পড়ে বন্ধ হয়ে গিয়েছিল।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পরে আমার দেশ পত্রিকা আবার যাত্রা শুরু করতে পেরেছে। এটা আমাদের জন্য খুবই আশার খবর ছিল। এতো অল্প সময়ে আমার দেশ আগের মত ফিরে আসতে পারবে এটা অপ্রত্যাশিত ছিল।

এর আগে তিনি দৈনিক আমার দেশের প্রধান কার্যালয়ে প্রবেশ করে পত্রিকাটির সম্পাদক ড. মাহমুদুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে পুরো অফিস ঘুরে দেখেন।

পর্দা নামলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার

নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থার নির্দেশনা রেলপথ মন্ত্রণালয়ের

ব্যক্তি পর্যায়ে জাকাত আদায় করায় এর গুরুত্ব অনেক কমে যায়

গুম ‘মৃত্যুর চেয়েও ভয়াবহ’: বিচারপতি মঈনুল

নয় মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ

নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

জানা গেল হজযাত্রীদের ভিসা আবেদন শুরুর তারিখ

জাতীয় সংসদ নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি

ঢাকায় আজ আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস

রাশিয়ার শ্রমবাজার ভারতের দখলে, উদাসীন বাংলাদেশ