হোম > জাতীয়

ছাত্রশিবিরের বিজ্ঞান উৎসবের উদ্বোধন

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দুই দিনব্যাপী ‘আল-খারেজমী সায়েন্স ফেস্ট ২০২৫’ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই বিজ্ঞান উৎসবের কার্যক্রম উদ্বোধন করা হয়।

উৎসবের উদ্বোধন ঘোষণা করেন জুলাই অভ্যুত্থানের শহীদ আহনাফ আবির আশরাফুল্লাহর বড় বোন অ্যাডভোকেট সাইদা আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এবং উপস্থাপনা করেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ডা. নাঈম তাজওয়ার।

স্বাগত বক্তব্যে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেন, বাংলাদেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে হলে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের বিকল্প নেই। এর জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা অপরিহার্য। ছাত্রশিবির তার সীমিত সামর্থ্যের মধ্যেই বিজ্ঞান ও প্রযুক্তিচর্চা এগিয়ে নিতে ধারাবাহিকভাবে নানা আয়োজন করে যাচ্ছে।

তিনি আরও বলেন, “আমাদের খাদ্য নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ, নিরাপত্তা ও প্রতিরক্ষাব্যবস্থা টেকসই করতে প্রযুক্তিগত উদ্ভাবন অত্যন্ত জরুরি। সঠিক ও দূরদর্শী নেতৃত্ব পেলে বাংলাদেশ কেবল আমদানিনির্ভর প্রযুক্তির ওপর নির্ভর না করে নিজস্ব উদ্ভাবনের দিকে মনোযোগ দিতে পারবে। নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমেই একটি জাতি সামনে এগিয়ে যায় এবং বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।

তিনি বলেন, সরকার যদি দেশের মেধাবী ও প্রতিভাবান তরুণদের যথাযথ গুরুত্ব দেয়, তাহলে বাংলাদেশ নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে সক্ষম হবে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সৃজনশীল ও উদ্ভাবনী মেধাগুলো লালন করে বিজ্ঞানমনস্ক, দায়িত্বশীল ও নেতৃত্বগুণসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে চায়, যারা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।

দুই দিনব্যাপী এই বিজ্ঞান উৎসবে ম্যাথ অলিম্পিয়াড, প্রজেক্ট ডিসপ্লে কম্পিটিশন ও ক্যাপচার দ্য ফ্ল্যাগসহ (সিটিএফ) বিভিন্ন প্রতিযোগিতামূলক আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি সবার জন্য উন্মুক্ত পাবলিক অ্যাক্টিভিটি জোনে লাইভ সায়েন্স ডেমোনস্ট্রেশন, রোবোটিকস ও আধুনিক প্রযুক্তি প্রদর্শনী, সায়েন্স গেমস ও কুইজ এবং ইয়ুথ ইনোভেশন শোকেসের আয়োজন রাখা হয়েছে।

উৎসবটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. রিফাত মাহবুব, বায়তুলমাল সম্পাদক আনিসুর রহমান, গবেষণা সম্পাদক মুহাম্মদ ফখরুল ইসলামসহ কেন্দ্রীয় অন্যান্য নেতা।

এছাড়া শিক্ষাবিদ, গবেষক, উদ্ভাবক, অভিভাবক এবং সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা এতে উপস্থিত ছিলেন।

মন্ত্রীদের জন্য ৯০৩০ বর্গফুটের ফ্ল্যাট বানানোর সংবাদটি অসত্য: গণপূর্ত মন্ত্রণালয়

অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা

রিট হলেও অনুষ্ঠিত হবে ৫০তম বিসিএস

সবচেয়ে বেশি ও কম ভোট পড়েছিল কোন কোন নির্বাচনে

প্রেসকে ভোটের পোস্টার না ছাপানোর নির্দেশ ইসির

১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন সম্মিলিত ইসলামি ব্যাংকের গ্রাহকেরা: গভর্নর

শেরপুরে জামায়াত নেতার মৃত্যুর ঘটনায় সরকারের গভীর উদ্বেগ

‘হ্যাঁ’-‘না’ ভোটের বিষয়ে জানেন না গ্রামাঞ্চলের ভোটাররা

বোয়িং থেকে উড়োজাহাজ কেনার চুক্তি চলতি মাসেই

বিডিটুডে নেটের ওয়েবসাইট ব্লক