হোম > জাতীয়

রাজধানীতে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

স্টাফ রিপোর্টার

"জুলাই গণঅভ্যুত্থান দিবস" উপলক্ষ্যে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো উপলক্ষ্যে যান চলাচল নিয়ন্ত্রণ করতে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আগামীকাল মঙ্গলবার সকাল ১১ টা থেকে শুরু হয়ে রাত প্রায় ১২ টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১১ টা থেকে বিকেল ৪টা ৪৫ পর্যন্ত বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সংগীত পরিবেশনা, ২.২৫ টায় ফ্যাসিস্টের পলায়ন উদযাপন, বিকেল ৫ টায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ, ৭.৩০ টায় স্পেশাল ড্রোন শো এবং রাত ৮ টায় আর্টসেল পরিবেশনা।

এ উপলক্ষ্যে জাতীয় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া এভিনিউয়ে প্রচুর জনসমাগম হবে। অনুষ্ঠান চলাকালীন মানিক মিয়া এভিনিউয়ে (খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এর পশ্চিম প্রান্ত পর্যন্ত) যানবাহন চলাচল করানো সম্ভব হবে না।

সোমবার ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকাবাসীকে এসব এলাকার নিকটবর্তী সড়কগুলো এড়িয়ে চলাচল করার জন্য এবং নিম্নোক্ত পয়েন্টগুলোতে ডাইভারশন মেনে বিকল্প পথে চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

ডাইভারশন পয়েন্ট এবং বিকল্প সড়কগুলো হলো -আড়ং ক্রসিং (মানিক মিয়া অ্যাভিনিউ এর পশ্চিম প্রান্ত): মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আগত অথবা মোহাম্মদপুর থেকে আসাদগেইট হয়ে আগত খেজুর বাগান/ফার্মগেট অভিমুখী যানবাহনসমূহ আড়ং ক্রসিংয়ে বামে মোড় না নিয়ে সোজা দক্ষিণ দিকে ধানমন্ডি-২৭ এর পূর্ব প্রান্ত হয়ে মিরপুর রোডে চলাচল করবে।

এছাড়া মিরপুর রোডের দক্ষিণ দিক থেকে (সায়েন্স ল্যাব ক্রসিং হতে) আগত খেজুর বাগান/ফার্মগেট অভিমুখী যানবাহনসমূহ আড়ং ক্রসিংয়ে ডান দিকে মোড় না নিয়ে সোজা উত্তরে গিয়ে গণভবন ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং হয়ে গমনাগমন করবে।

খেজুর বাগান ক্রসিং (মানিক মিয়া অ্যাভিনিউয়ের পূর্ব প্রান্ত): এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ইন্দিরা রোড হয়ে আগত ধানমন্ডিগামী যানবাহনসমূহ খেজুর বাগান ক্রসিংয়ে সোজা মানিক মিয়া এভিনিউয়ে না গিয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিংয়ে বামে মোড় নিয়ে লেক রোড হয়ে গণভবন ক্রসিংয়ে বামে মোড় নিয়ে মিরপুর রোড হয়ে সোজা দক্ষিণে ধানমন্ডির দিকে গমন করবে। তবে, অনুষ্ঠান চলাকালীন যানজট/দুর্ভোগ এড়াতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হতে ধানমন্ডি/মোহাম্মাদপুরগামী যানবাহনগুলোকে ফার্মগেট এক্সিট র‍্যাম্প ব্যবহারের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‍্যাম্প ব্যবহারের জন্য অনুরোধ করা হলো।

ফার্মগেইট ক্রসিং: ফার্মগেট থেকে খেজুর বাগান/মানিক মিয়া অ্যাভিনিউ/মিরপুর অভিমুখী যানবাহনগুলো ফার্মগেইট থেকে বামে মোড় না নিয়ে সোজা বিজয় সরণি গিয়ে বানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং/লেক রোড হয়ে চলাচল করবে।

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালকে যেভাবে টাকা পাঠান স্ত্রী

জনশক্তি রপ্তানিতে বড় বাধা দালালরা: ড. ইউনূস

হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

বিকালে জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি

সাভারে রিসোর্টে সাড়ে তিন ঘণ্টা গোপন বৈঠক

ফিরে এসো হাদি, প্রার্থনায় সয়লাব সামাজিকমাধ্যম

র‌্যাব যথাযথ ব্যবস্থা নিলে বদলে যেতে পারত চিত্র

চার দিনেও শুটার অধরা, চলছে ম্যারাথন অভিযান

আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিজয় দিবসে গুণীজন সম্মাননা পেলেন সৈয়দা ইকবাল মান্দ বানু