হোম > জাতীয়

ইসির দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ

আমার দেশ অনলাইন

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে ফের নির্বাচনের পথনকশা (রোডম্যাপ) দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঘোষণার পর পুনঃরায় পথনকশা ঘোষনা ইসির ইতিহাসে এই প্রথম। এর আগে একটি নির্বাচনি কর্মপরিকল্পনা ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।

আগের ঘোষিত পথনকশা অনুযায়ী সম্পন্ন করতে পারেনি ইসি। এর রাজনৈতিত দল নিবন্ধন ও সংসদীয় আসনের সীমানা বিন্যাস অন্যতম। সোমবার (১৯ জানুয়ারি) এই রোডম্যাপ প্রকাশ করা হয়।

ঘোষিত পথনকশার তথ্যমতে, আগামী ২২ জানুয়ারি তিনশ সংসদীয় আসনের ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করা হবে। এর পর ২৮ জানুয়ারি আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির আরেকটি বিশেষ সভা অনুষ্ঠিত হবে। আর ১ ফেব্রুয়ারি আইন-শৃঙ্খলা বাহিনীর অর্থ বরাদ্দ ও নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ এবং ২-৩ ফেব্রুয়ারি ব্যালট ও নির্বাচনি সামগ্রী মাঠ পর্যায়ে পাঠাবে ইসি।

তবে, ভোটগ্রহণের জন্য তৈরি ভোটকেন্দ্রগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর ক্যাম্প তৈরি না করার বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে।

২০২৪ এর ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ এর ৮ আগস্ট ড. মুহম্ম্দ ইউনুস কে প্রধান করে অন্তবর্তী সরকার গঠিত হয়। অন্তবর্তী সরকার ক্ষমতা গ্রহন করে এক বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করে। এর ধারাবাহিককতায় তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

পক্ষপাতিত্বের অভিযোগে আজ সোমবারও দ্বিতীয় দিনের মতো নির্বাচন ভবন ঘেরাও করে ছাত্রদল অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে। সকাল ১১টা থেকে ঘেরাও কর্মসূচি পালন শুরু হয়, এ রিপোর্ট লেখা পর্যন্ত চলছে।

এর আগে গতকাল রোববান নির্বাচন কমিশন ভবনে কমিশনারদের সঙ্গে বৈঠক করে ছাত্রদলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। দাবি আদায় না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন ভবন ঘেরাও চলবে বলে আগাম জানান দিয়েছিল ছাত্রদল সভাপতি।

দ্বৈত নাগরিকত্বধারী ও ঋণখেলাপিদের মনোনয়ন বাতিলের দাবিতে আল্টিমেটাম

শাকসু নির্বাচন বন্ধ করা আওয়ামী ফ্যাসিবাদী চরিত্রের পুনঃমঞ্চায়ন

ঢামেকে কারাবন্দী হাজতির মৃত্যু

৩১ জানুয়ারির মধ্যে সকল বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ

সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য ‘অধ্যাদেশ মঞ্চ’ তৈরি করছে শিক্ষার্থীরা

মালয়েশিয়া ও ইতালি থেকে ফিরে এলো ৫৬০০ ব্যালট

নতুন ইউটিউব চ্যানেল ‘আমার দেশ ঐতিহ্য’র যাত্রা শুরু

উত্তরায় মারধরের শিকার আহত সাবেক সেনাসদস্যের মৃত্যু

অপরাধীদের চটকদার ডাকনাম

সাইবার সন্ত্রাসের কবলে উদীয়মান নারী নেত্রীরা