হোম > জাতীয়

নতুন বছরে কোন মাসে কত দিন টানা ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা

আমার দেশ অনলাইন

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। ছুটির তালিকা অনুযায়ী, বছরজুড়ে সরকারি ছুটি থাকবে মোট ২৮ দিন। এর মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে। ফলে কার্যকর সরকারি ছুটি হবে ১৯ দিন। পাশাপাশি মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পাঁচ দিন, হিন্দু ধর্মাবলম্বীদের জন্য নয় দিন, খ্রিষ্টানদের জন্য আট দিন, বৌদ্ধদের জন্য সাত দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মচারীদের জন্য থাকবে দুই দিনের ঐচ্ছিক ছুটি।

সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে ২০২৬ সালের বাংলাদেশের সব সরকারি ও আধা সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সংস্থাগুলোয় এ ছুটি পালন করা হবে।

চলুন দেখে নেওয়া যাক—২০২৬ সালে কোন মাসে কতদিন টানা ছুটি কাটানোর সুযোগ রয়েছে।

ফেব্রুয়ারি: টানা ৪ দিনের সুযোগ

চাঁদ দেখা সাপেক্ষে ৪ ফেব্রুয়ারি পবিত্র শবেবরাতের ছুটি পড়তে পারে বুধবারে। ওই দিনটির সঙ্গে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) একদিন ছুটি নিলে ৬ ও ৭ ফেব্রুয়ারির সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা চার দিনের অবকাশ মিলবে।

মার্চ: একদিন ছুটিতে ৭ দিনের অবকাশ

মার্চ মাসে সবচেয়ে বড় ছুটির সুযোগ থাকছে। চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতরের সাধারণ ছুটি। ঈদের আগে ও পরে নির্বাহী আদেশের চার দিনের ছুটি মিলিয়ে মোট পাঁচ দিনের ছুটি পাওয়া যাবে।

এ ছাড়া চাঁদ দেখা সাপেক্ষে ১৭ মার্চ শবেকদরের ছুটি থাকায় ১৮ মার্চ একদিন ছুটি নিলেই টানা সাত দিনের ছুটি উপভোগ করা সম্ভব।

আর ২৬ মার্চ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা দিবস হওয়ায় পরবর্তী শুক্র ও শনিবার যুক্ত হবে। ফলে ২৫ বা ২৯ মার্চ একদিন ছুটি নিলেই পাওয়া যাবে চার দিনের অবকাশ।

এপ্রিল: দুই দিন ছুটিতে ৫ দিনের বিরতি

এপ্রিল মাসে পহেলা বৈশাখের ছুটি ১৪ এপ্রিল। এর আগে ১০ ও ১১ এপ্রিল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। মাঝখানে ১২ ও ১৩ এপ্রিল দুই দিন ছুটি নিলে টানা পাঁচ দিনের অবকাশ মিলবে।

মে: মাত্র দুই দিন ছুটিতে ১০ দিনের লম্বা ছুটি

মে মাসে চাকরিজীবীদের জন্য সবচেয়ে দীর্ঘ ছুটির সুযোগ রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে ২৮ মে পবিত্র ঈদুল আজহা। ঈদের আগে ও পরে নির্বাহী আদেশে ছুটি মিলিয়ে মোট ছয় দিনের ছুটি নির্ধারিত রয়েছে।

২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটির সঙ্গে ২৪ ও ২৫ মে দুই দিন ছুটি নিতে পারলে মোট ১০ দিনের টানা অবকাশ পাওয়া যাবে।

আগস্ট: দুই দফায় ৪ দিনের ছুটি

৫ আগস্ট (বুধবার) জুলাই গণ-অভ্যুত্থান দিবসের সাধারণ ছুটি। পরদিন বৃহস্পতিবার একদিন ছুটি নিলে ৭ ও ৮ আগস্টের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা চার দিনের বিরতি মিলবে।

এ ছাড়া চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবির ছুটি থাকলে, পরদিন একদিন ছুটি নিলেই আবারও চার দিনের টানা ছুটি পাওয়া যাবে।

অক্টোবর: একদিন ছুটিতে ৫ দিনের অবকাশ

২০ অক্টোবর দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর বিজয়া দশমীর সাধারণ ছুটি রয়েছে। ২২ অক্টোবর একদিন ছুটি নিলে ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা পাঁচ দিনের অবকাশ মিলবে।

ডিসেম্বর: বছরের শেষে ৪ দিনের ছুটি

ডিসেম্বরে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের সাধারণ ছুটি রয়েছে। ১৭ ডিসেম্বর একদিন ছুটি নিলে ১৮ ও ১৯ ডিসেম্বরের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা চার দিনের বিরতি পাওয়া যাবে।

জুলাই অভ্যুত্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা ৮ জনের পরিচয় শনাক্ত

বোয়িং থেকে ১৪টি বিমান কিনছে সরকার

দেশের বাজারে কমল সব জ্বালানি তেলের দাম

মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে উত্তেজনা কমা প্রসঙ্গে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে দুর্ঘটনা: তদন্তে বেরিয়ে এলো যে কারণ

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ

খালেদা জিয়ার মৃত্যু: হাইকমিশনের শোক বইয়ে যা লিখলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী

পদত্যাগের পরদিনই সায়েদুর রহমানকে একই পদে নিয়োগ

অধ্যাদেশ জারি: পাবলিক প্লেসে ধূমপানে বাড়ল জরিমানা