হোম > জাতীয়

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

আমার দেশ অনলাইন

মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান। ছবি: আমার দেশ

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন। রোববার সকালে থেকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শ্রেষ্ঠ সন্তানদের সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান।

বিভিন্ন দল ও শ্রেণি পেশার মানুষ দলে দলে স্লোগান দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সচেষ্ট ভূমিকা পালন করছেন।

দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের শেষলগ্নে পুরো দেশের মানুষ যখন চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখনই এ দেশীয় নরঘাতক রাজাকার, আলবদর, আলশামস ও শান্তি কমিটির সদস্যরা মেতে ওঠে বুদ্ধিজীবী হত্যাযজ্ঞে। বিজয়ের চূড়ান্ত মুহূর্তে বাঙালিকে মেধাশূন্য করার এ নৃশংস নিধনযজ্ঞ সেদিন গোটা জাতিসহ পুরো বিশ্বকেই হতবিহ্বল করে দেয়।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় তারা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন।

সকালে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পাশাপাশি বিউগলে করুণ সুর বেজে ওঠে।

সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে সবাইকে অংশ নেওয়ার আহ্বান ডাকসু নেত্রী জুমার

হাদির কিছু হলে সেদিনই সরকারের শেষদিন হবে : ইনকিলাব মঞ্চ

তিন দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা ডাকসুর

আসামিরা গ্রেপ্তার না হলে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবি

খুনিদের হস্তান্তরে অসহযোগিতা করলে ভারতীয় দূতাবাস চলবে না

হাদিকে গুলি করা ফয়সালের স্ত্রীসহ আরও ৩ জন গ্রেপ্তার

জুলাইযোদ্ধা ওসমান হাদিকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে সোমবার

আনিস আলমগীরকে ছেড়ে দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও

বাংলা টিভির এমডি সামাদুল হকের বিরুদ্ধে দুদকের মামলা

দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সংযোগ স্থাপন করবে বাংলাদেশ