হোম > জাতীয়

মাঠ পর্যায়ের পাশাপাশি অনলাইন স্কুল চালু করবে আশা

স্টাফ রিপোর্টার

বেসরকারি উন্নয়ন সংস্থা আশার প্রেসিডেন্ট মো. আরিফুল হক চৌধুরী বলেছেন, চলমান মাঠ পর্যায়ে শিক্ষা কর্মসূচির পাশাপাশি ২০২৭ সালের মধ্যে শিক্ষার্থীদের জন্য আশা কর্তৃক অনলাইন স্কুল প্রতিষ্ঠা করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

গতকাল রোববার বেসরকারি উন্নয়ন সংস্থা আশার শিক্ষা কর্মসূচির ৫ দিন ব্যাপী অনুষ্ঠিতব্য অফিসার্স ক্যাম্প-২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশা শিক্ষা কর্মসূচির প্রধান মো. সামিউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার এ্যাডভাইজার (অপারেশন) সুশীল কুমার রায়।

মো. আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমানে আমরা কারিকুলাম নিয়ে কাজ করছি। যা ন্যাশনাল কালিকুলামকে অনুসরণ করে একটি আনন্দময় পাঠদান পরিবেশ এবং নমনীয় শিক্ষা পদ্ধতিকে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করবে। একটি ইলাস্ট্রেশন অনেক হাজারো শব্দের চেয়ে কার্যকরি ভুমিকা রাখতে সক্ষম। কঠিন বিষয়গুলোকে এমনভাবে পড়াতে হবে যাতে পড়ার পর বিষয়টি শিক্ষার্থীরা ধারণ করতে পারে।

তিনি আরও বলেন, কারিকুলার ও পড়ানোর পদ্ধতি আমরা এমনভাবে উন্নয়ন করব যাতে সকলে আমাদের কর্মসূচি সম্পর্কে জানতে আগ্রহী হয়।

বিশেষ অতিথির বক্তব্যে এ্যাডভাইজার (অপারেশন) সুশীল কুমার রায় বলেন, ঝরে পড়া রোধ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এই প্রধান দুইটি লক্ষ্য নিয়ে ১৩ বছর আগে আমাদের এই শিক্ষা কর্মসূচির কাজ শুরু করা হয়। আমরা বর্তমানে প্রায় ১০০ কোটি টাকা ব্যয় করছি শিক্ষা নিয়ে।

শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, শৈশব থেকে শিশুদের মানবিক গুনাবলির শিক্ষা প্রদানসহ শিক্ষাকে তাদের সামনে আকর্ষণীয় এবং আনন্দের সাথে প্রদান করতে হবে। এলক্ষ্যে শিক্ষা সেবিকাদের যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে। তবেই আশা শিক্ষা কর্মসূচি আলাদা বৈশিষ্ট্যপূর্ণ হবে।

উল্লেখ্য, ‘আশা’ সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে ২০১১ সাল থেকে শিক্ষা কর্মসূচি পরিচালনা করছে। দেশের ৬৪ জেলায় ১৫,৭৫০টি শিক্ষাকেন্দ্রের মাধ্যমে প্রায় সাড়ে ০৬ লাখ সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের বর্তমানে শিক্ষা সহায়তা দিয়ে আসছে আশা শিক্ষা কর্মসূচি।

আ.লীগ-জাপাসহ ১৪ দল নিষিদ্ধ চেয়ে আইনি নোটিস জুলাই ঐক্যের

যারা ভোট বাক্স ডাকাতি করবে তারা স্বাধীনতা হরণকারী: প্রধান উপদেষ্টা

দেশের মানুষ সীমান্ত হত্যা বন্ধ চায়: আদিলুর রহমান

মুক্তিযুদ্ধ ছিল জুলুম ও বঞ্চনার বিরুদ্ধে সশস্ত্র প্রতিবাদ: ধর্ম উপদেষ্টা

পরাজিত ফ্যাসিস্ট শক্তি এ দেশের পবিত্র মাটিতে আর কোনোদিন ফিরবে না

ফ্যাসিস্ট-টেরোরিস্টদের অপচেষ্টা সফল হবে না: প্রধান উপদেষ্টা

আগামী নির্বাচন মাইলফলক আর গণভোট শত বছরের

অন্তরের অন্তস্তল থেকে হাদির জন্য আল্লাহর কাছে দোয়া করুন: প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণে খালেদা জিয়াকে নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

বিজয় দিবসে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের শপথ নেয়ার আহ্বান হেফাজতের