হোম > জাতীয়

সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর লাশ আসবে শনিবার

স্টাফ রিপোর্টার

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষীর লাশ আগামী ২০ ডিসেম্বর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানিয়েছে, ‘গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সংঘটিত বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলার ঘটনায় প্রাথমিকভাবে আটজন বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী আহত হন। পরবর্তী সময়ে প্রাপ্ত হালনাগাদ তথ্যে আরো একজন শান্তিরক্ষী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে নয়জনে। আহত সকল শান্তিরক্ষীদের দ্রুততম সময়ে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে আহত শান্তিরক্ষীরা কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতাল (লেভেল–৩ হাসপাতাল)-এ চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের মধ্যে একজন ইতোমধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন। বর্তমানে সকলেই শঙ্কামুক্ত রয়েছেন।’

আইএসপিআর আরো জানিয়েছে, সন্ত্রাসী হামলায় নিহত ছয়জন শান্তিরক্ষীর লাশ আগামী ২০ ডিসেম্বর ঢাকায় প্রত্যাবর্তনের কথা রয়েছে। দেশে প্রত্যাবর্তনের পর যথাযথ মর্যাদায় ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ কার্যক্রম সম্পন্ন করা হবে।

এর আগে আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে শাহাদাতবরণকারী ছয় সদস্যের পরিচয় প্রকাশ করে বাংলাদেশ সেনাবাহিনী। শহীদ শান্তিরক্ষী সদস্যরা হলেন—কর্পোরাল মো. মাসুদ রানা, এএসসি (নাটোর); সৈনিক মো. মমিনুল ইসলাম, বীর (কুড়িগ্রাম); সৈনিক শামীম রেজা, বীর (রাজবাড়ী); সৈনিক শান্ত মণ্ডল, বীর (কুড়িগ্রাম); মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ); লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)।

প্রাথমিক তথ্য প্রাপ্ত অনুযায়ী আহত আটজন হলেন লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, পিএসসি, অর্ডন্যান্স (কুষ্টিয়া); সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন, বীর (দিনাজপুর); কর্পোরাল আফরোজা পারভিন ইতি, সিগন্যালস (ঢাকা); ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম, ইএমই (বরগুনা); সৈনিক মো. মেজবাউল কবির, বীর (কুড়িগ্রাম); সৈনিক মোসা. উম্মে হানি আক্তার, ইঞ্জিনিয়ার (রংপুর); সৈনিক চুমকি আক্তার, অর্ডন্যান্স (মানিকগঞ্জ); সৈনিক মো. মানাজির আহসান, বীর (নোয়াখালী)।

ফয়সালের জামিনে যুক্ত ছিলো প্রভাবশালী আইনজীবীরা: আইন উপদেষ্টা

বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণে ধারাবাহিক সংস্কারে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

কোরআন প্রশিক্ষণের মাধ্যমে সমাজ সংস্কার অব্যাহত রাখতে হবে: মাওলানা হালিম

‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ ঘোষণাকারীদের ‘চরমপন্থি’ বলছে ভারত

দিল্লিতে যেভাবে রাতারাতি পাল্টে গেলো ভারত-বাংলাদেশ সম্পর্কের দৃশ্যপট

হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: সরকারের বিবৃতি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২, ২৪ ঘণ্টায় ৩৯২ জন গ্রেপ্তার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠন: ফয়েজ

দেশ-বিদেশে ৬৬, ১৪৬ কোটি টাকার সম্পদ ‘অবরুদ্ধ’

আইনি হেফাজতে থাকা ভোটারদের নিবন্ধন শুরু ২১ ডিসেম্বর