হোম > জাতীয়

বিএমইউতে প্রথম রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার চালু

স্টাফ রিপোর্টার

দেশে প্রথমবারের চালু হল রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার। রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের অধীনে এই সেবাে যাত্রা শুরু হল। কাজ করার ক্ষমতা হারানো রোগীদের সক্ষমতা ফেরাতে এআই পরিচালিত এই রোবোটিক ভূমিকা রাখবে বলে জানান চিকিৎসকেরা।

রোববার সকালে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।

পরে বিএমইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনু আলমের সভাপতিত্বে সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার গ্যালারিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা চীনে গেলে তাদের (চীনের) সঙ্গে বেশ কিছু বিষয়ে কথা হয়। এর মধ্যে এক হাজার শয্যার হাসপাতাল রয়েছে, যা রংপুরে নির্মিত হবে। সফরে জুলাইয়ের আহতদের চিকিৎসার জন্য চীনের কাছে ১০ থেকে ১২টি রোবট চেয়েছিলেন প্রধান উপদেষ্টা।

কিন্তু তারা ৫৭টি রোবট উপহার দিয়েছেন, যা অপ্রত্যাশিত। একই সঙ্গে বাংলাদেশের দাবির পরিপ্রেক্ষিতে ২৯ জনকে প্রশিক্ষণও দেওয়া হয়েছে৷ এ সময় রোবোটিক সেন্টার সারাদেশে ছড়িয়ে দিতে বিশ্ব বিদ্যালয়ের ভিসির দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

চীন জুলাই অভ্যুত্থানসহ মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সহযোগিতা করেছে বলেও জানান উপদেষ্টা।

বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, 'এই বিশ্ববিদ্যালয় প্রযুক্তি স্থানান্তরের কেন্দ্র হয়ে উঠুক।'

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মিস্টার ইয়ো ওয়েন। তিনি স্বাস্থ্যসহ যে কোনো বিষয়ে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দেন। একই সঙ্গে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশি রোগীদের চীনে সাদর আমন্ত্রণ জানান।

অনুষ্ঠানে বিএমইউর ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ শাকুর বলেন, 'ছাত্র-জনতার আন্দোলনে আহত রোগীদের চিকিৎসায় এই সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা। এ ছাড়া স্ট্রোক ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রোগী এবং দীর্ঘ মেয়াদে থেরাপি দরকার পড়ে—এমন রোগীরা এ সেন্টার থেকে উপকৃত হবে।'

অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. সাইদুর রহমান বলেন, বিএমইউ ব্যতিক্রম প্রতিষ্ঠান। রোগীদের বিশেষায়িত সেবা নিশ্চিতে তাদের তৎপরতা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পরে সেন্টার পরিচালনায় প্রশিক্ষিত স্বাস্থ্য কর্মীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়৷

চার দফা কমার পর ফের বেড়ে ২ লাখ ছাড়ালো স্বর্ণের দাম

১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্নের তাগিদ

ঐকমত্য কমিশনের প্রতিবেদন বই আকারে উন্মুক্ত করার আহ্বান প্রধান উপদেষ্টার

একবিংশ শতাব্দীতে হাসিনার চেয়ে বড় খুনি কেউ নেই: প্রেস সচিব

ঐকমত্য কমিশনের প্রতিবেদন বই আকারে উন্মুক্ত করার আহ্বান

শ্বশুরবাড়ি বা নিজ এলাকায় পদায়ন হবে না: প্রধান উপদেষ্টা

লটারির মাধ্যমেই স্কুলে শিক্ষার্থী ভর্তি, শিক্ষা সচিবকে অভিনন্দন অভিভাবকদের

ঢাকা–বেইজিং সম্পর্ক তৃতীয় কারো নির্দেশনায় পরিচালিত হবে না: চীনা রাষ্ট্রদূত

সিইসির কাছে গণঅধিকার পরিষদের ৯ দফা সুপারিশ

এআই নির্মিত ছবি-ভিডিওর অপপ্রচার ঠেকাতে হবে: প্রধান উপদেষ্টা