ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় শুটার হিসেবে চিহ্নিত ফয়সাল করিম মাসুদ সীমান্তে পৌঁছানোর আগে তার স্ত্রীর কাছ থেকে ৩০ হাজার টাকা নেন। ফয়সাল ও তার সহযোগী আলমগীর হোসেন ঢাকার ধামরাই থেকে যে প্রাইভেটকারে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছান, সেই গাড়ির চালকের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠানো হয়। পরে ময়মনসিংহ শহরের একটি দোকান থেকে টাকা তোলেন ফয়সাল।
তদন্তসংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, ঢাকা থেকে সীমান্ত এলাকায় যেতে ফয়সাল ও আলমগীর একটি সিএনজিচালিত অটোরিকশা এবং দুটি প্রাইভেটকার ব্যবহার করেছেন।
এদিকে সন্দেহভাজন আরো দু-তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। তদন্তে ফয়সালের সঙ্গে বিভিন্ন পর্যায়ে তাদের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে। এছাড়া হাদির ওপর হামলার নেপথ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক এক শীর্ষ নেতার ব্যক্তিগত সহকারী ও এক সন্ত্রাসীর নাম বিভিন্ন মাধ্যমে ছড়িয়েছে। তাদের সংশ্লিষ্টতার বিষয়টিও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
এদিকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। চিকিৎসকদের ভাষায়, তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। তার আরো একটি অস্ত্রোপচার প্রয়োজন হলেও সেটি করার মতো শারীরিক পরিস্থিতি এখনও হয়নি।
গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে চলন্ত রিকশায় থাকা অবস্থায় ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা।
ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, হত্যাচেষ্টায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।
এদিকে হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্রের গুলিসহ ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাব। গতকাল র্যাবের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। র্যাব জানায়, প্রধান সন্দেহভাজন ফয়সালের বোনের বাসার পাশের একটি স্থান থেকে ম্যাগাজিনটি উদ্ধার করা হয়।
সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। গতকাল ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, সিঙ্গাপুরে প্রাথমিক পরীক্ষার পর তার অবস্থার কিছুটা অবনতি হলেও বর্তমানে তা স্থিতিশীল পর্যায়ে রয়েছে। তার আরো একটি অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে, তবে শারীরিক পরিস্থিতি এখনও অস্ত্রোপচারের উপযোগী হয়নি।
এর আগে সিঙ্গাপুর হাসপাতালের চিকিৎসকদের বরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ও হাদির চিকিৎসায় যুক্ত ডা. আব্দুল আহাদ জানান, হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন।