হোম > জাতীয়

খালেদা জিয়ার জানাজা ও দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়: প্রেস সচিব

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দাফন কার্যক্রম সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি সভা শেষে তিনি এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, খালেদা জিয়ার জানাজায় সর্বোচ্চ নিরাপত্তায় ১০ হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। দাফন ও জানাজা সবকিছু পূর্ণ রাষ্টীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে। জানাজায় প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টারা উপস্থিত থাকবেন।

প্রেষ সচিব বলেন, বুধবার এভারকেয়ার হাসপাতাল থেকে সংসদ প্লাজা পর্যন্ত খালেদা জিয়ার লাশ বহনকারী গাড়ি সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। বাংলাদেশ টেলিভিশন এটা সরাসরি সম্প্রচার করবে।

তিনি আরো বলেন, বিএনপি নেতা কর্মীদের সঙ্গে সমন্বয় করে এ দাফন অনুষ্ঠান কার্যক্রম সম্পন্ন করা হবে।

এর আগে দুপুরে খালেদা জিয়ার মৃত্যুতে তার দাফন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নিতে এ সভায় আলোচনায় বসেন উপদেষ্টারা।

খালেদা জিয়ার মৃত্যুতে অর্থ উপদেষ্টার শোক

৫ আসনে জয়ের ‘হ্যাটট্রিক’ খালেদা জিয়ার

ভারত-পাকিস্তান- চীনসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের শোক বইয়ে স্বাক্ষর

খালেদা জিয়ার মৃত্যুতে ডিআরইউ’র শোক

রাষ্ট্রীয় শোকের মধ্যে প্রাথমিকে নিয়োগ পরীক্ষা, যা জানাল অধিদপ্তর

খালেদা জিয়ার মৃত্যুতে নৌপরিবহন উপদেষ্টার শোক

খালেদা জিয়ার জানাজা, ঢাকায় আসছেন পাকিস্তান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী

নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ১০ হাজারের বেশি সদস্য

হাসিনার পতনের পর দেয়া ভাষণে যা বলেছিলেন খালেদা জিয়া

খালেদা জিয়ার মৃত্যুতে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের শোক