হোম > জাতীয়

খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে মুফতি ফয়জুল করীম

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ।

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। বুধবার বিকালে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে এই খোঁজ নেন।

এ সময় তিনি সেখানে উপস্থিত বিএনপি নেতা এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত হন। তিনি খালেদা জিয়ার পরিবারের প্রতিও সহমর্মিতা জানান।

মুফতি ফয়জুল করীম বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও নেক হায়াত কামনা করে মহান আল্লাহ দরবারে মোনাজাত করেন।

পরে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, খালেদা জিয়া একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। জাতির এই ক্রান্তিকালে তার উপস্থিতি প্রয়োজন। বিএনপির নেতাকর্মী ও তার পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা জানাচ্ছি।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এবং যুগ্মমহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

বিডিআর হত্যাকাণ্ড: স্বাধীন তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল

পোলট্রি উৎপাদনে অ্যান্টিবায়োটিক ব্যবহারে বেশি ক্ষতি হচ্ছে দরিদ্র জনগোষ্ঠীর

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

গুমের মামলায় হাসিনা, সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন

ফ্রিতে প্রবাসীরা কয়টি ফোন আনতে পারবেন জানালো সরকার

পরিবেশ ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে অন্তর্বর্তী সরকার

প্রবাসীরা ৬০ দিনের বেশি থাকলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে

জুলাই হত্যা মামলাসহ একাধিক অভিযোগে জাপা নেতা মনি গ্রেপ্তার

প্রাথমিক শিক্ষক আন্দোলনে কোথাও শাটডাউন কোথাও পরীক্ষা

নতুন প্রজন্মের তরুণরা এখন উদ্যোক্তা হতে চায়: শিল্প উপদেষ্টা