হোম > জাতীয়

দেশে স্টারলিংকের যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার

দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক। মঙ্গলবার প্রতিষ্ঠানটির এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এ তথ্যটি জানানো হয়।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, 'স্টারলিংক অফিসিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে।' সোমবার বিকেলে তারা ফোন কলে বিষয়টি তাকে জানিয়েছেন। আজ (মঙ্গলবার) সকালে তাদের এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও বলেন, 'শুরুতে স্টারলিংক দুটি প্যাকেজ নিয়ে এসেছে—স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট।' মাসিক খরচ একটি ৬ হাজার টাকা এবং অপরটি ৪ হাজার ২০০ টাকা। তবে সেটআপ যন্ত্রপাতির জন্য ৪২ হাজার টাকা এককালীন খরচ হবে। এখানে কোনো স্পিড ও ডাটা লিমিট নেই। ব্যবহারকারী ৩০০ এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, 'বাংলাদেশের গ্রাহকরা আজ থেকেই অর্ডার করতে পারবেন।' এর মাধ্যমে ৯০ দিনের মধ্যে যাত্রা শুরুতে প্রধান উপদেষ্টার প্রত্যাশা বাস্তবায়িত হলো।

তিনি আরও বলেন, 'খরুচে হলেও এর মাধ্যমে প্রিমিয়াম গ্রাহকদের জন্য উচ্চমান এবং উচ্চগতির ইন্টারনেট সেবা প্রাপ্তির টেকসই বিকল্প তৈরি হয়েছে।' পাশাপাশি যেসব এলাকায় এখনো ফাইবার কিংবা দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছায়নি, সেখানে কোম্পানিগুলো ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন। এনজিও, ফ্রিল্যান্সার এবং উদ্যোক্তারা বছরব্যাপী নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেটের নিশ্চয়তা পাবেন।

এ বিষয়ে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

১ সপ্তাহের মধ্যে নির্বাচন কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহের নির্দেশ জ্বালানি উপদেষ্টার

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিনের ইন্তেকাল

কোন আসনে সর্বোচ্চ ও কোন আসনে সর্বনিম্ন প্রার্থী

৭ দিনের মধ্যে সব ভোটকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের নির্দেশ

১২ ফেব্রুয়ারি ৩০০ আসনেই নির্বাচন, আজ রাত থেকে শুরু ব্যালট ছাপা

রোববারের মধ্যে ভোট দিতে প্রবাসীদের আহ্বান জানাল ইসি

প্রশ্ন ফাঁসের সত্যতা নেই, প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল নিয়ে বিজ্ঞপ্তি

প্রধান উপদেষ্টার কাছে জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন জমা

আমাদের পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি ফাইনাল

হাদির পরিবার পাবে আরো ১ কোটি টাকা