হোম > জাতীয়

ডিএমপি কমিশনারকে নিয়ে অপপ্রচার: কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার

‘আবার ৭১’ নামের একটি ফেসবুক পেজ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীকে নিয়ে একটি খণ্ডিত ভিডিও ব্যবহার করে কৃত্রিম স্বর সংযোজনের মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর রিল তৈরি ও প্রচার করা হচ্ছে। এই হীন অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া কথা জানিয়েছে ডিএমপি।

বুধবার রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, পরাজিত ও ষড়যন্ত্রকারী মহল পরিকল্পিতভাবে পুলিশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পরিকল্পিতভাবে এ ধরনের ন্যক্কারজনক ও বানোয়াট ভিডিও তৈরি ও প্রচারকারীদের দ্বারা বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

সম্প্রতি লকডাউনের নামে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে ডিএমপি। নগরবাসীর জানমালের নিরাপত্তা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ যেসব পদক্ষেপ নিয়েছে, তা নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরির অপচেষ্টার অংশ হিসেবেই কুচক্রীমহল এ ধরনের ভিডিও তৈরি ও প্রচার করছে বলে মনে করছে পুলিশ।

এই হীন অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো তথ্য, ছবি, অডিও বা ভিডিও শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করতে নেটিজেনদের প্রতি পুনরায় আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

আওয়ামী নাশকতায় পুড়ল ১৪ বাস, ফুটল ১৭ ককটেল

হাসিনার রায়ের তারিখ জানা যেতে পারে আজ

‘নতুন কুঁড়ি’ সেরাদের হাতে পদক তুলে দিবেন প্রধান উপদেষ্টা

ডাকসুতে হাসিনার আজীবন সদস্যপদ বাতিল

মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র

এমপিওভুক্ত করার দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি

হাসিনা ইস্যুতে ভারতীয় উপহাইকমিশনারকে তলব করে বার্তা

ওষুধের কাঁচামাল উৎপাদনে প্রতিবন্ধকতা দূর করার আহ্বান বিশেষজ্ঞদের

যেখানেই আওয়ামী লীগ, সেখানেই প্রতিরোধ