হোম > জাতীয়

মধ্যপ্রাচ্যে দেখা গেল রজবের চাঁদ, রমজানের দিন গণনা শুরু

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রজবের চাঁদ সফলভাবে দেখা যাওয়ায় রবিবার থেকে হিজরি ক্যালেন্ডারের সপ্তম মাস রজব শুরু হয়েছে। এর মাধ্যমে মুসলমানদের সবচেয়ে পবিত্র মাস রমজানের দিনগণনাও আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল। খবর গালফ নিউজের

রজব ইসলাম ধর্মের চারটি পবিত্র মাসের একটি। এই মাসটি মুসলমানদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি রমজানের আগে আত্মশুদ্ধি ও ইবাদতের প্রস্তুতির সময় হিসেবে বিবেচিত। রজবের পর শাবান মাস এবং তার পরেই আসে রমজান।

ধর্মীয় হিসাব অনুযায়ী, যদি রজব ও শাবান—উভয় মাসই ২৯ বা ৩০ দিন পূর্ণ করে, তাহলে প্রায় ৬০ থেকে ৬১ দিনের মধ্যে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অন্যান্য ইসলামী মাসের মতোই রমজানের সঠিক শুরু চূড়ান্তভাবে নির্ধারিত হবে সংশ্লিষ্ট দেশের অনুমোদিত ধর্মীয় কর্তৃপক্ষের চাঁদ দেখার ঘোষণার মাধ্যমে।

যদি এমনটি হয় তাহলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতের রমজানের প্রথমদিন হবে ১৯ ফেব্রুয়ারি। কিন্তু যদি চাঁদ দেখা না যায় তাহলে পবিত্র এ মাস শুরুর দিন একদিন পিছিয়ে যাবে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, রোববার (২১ ডিসেম্বর) ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের নেতৃত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হবে। সে বৈঠকের পর বাংলাদেশে রজবের চাঁদ দেখা গিয়েছে কিনা তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

উল্লেখ্য, রজবের চাঁদ দেখার মধ্য দিয়ে মুসলিম বিশ্বে এখন রমজানের প্রস্তুতির সময় শুরু হলো।

শহীদ ওসমান হাদির কবর দেখতে রাতেও মানুষের ভিড়, থাকবে পুলিশি প্রহরা

‘এমন জানাজা ও লাখো মানুষের ভালোবাসা কয়জনের ভাগ্যে জুটে’

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০

শহীদ ওসমান হাদিকে শেষ বিদায়ে ভিন্ন ধর্মাবলম্বীরা

রোববার তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করবেন সিইসি

ইসির আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকের সময় পরিবর্তন

শহিদ হাদির জানাজায় লাখো মানুষের ঢল, যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যমে

শহীদ ওসমান হাদির সমাধিস্তম্ভ লিপিতে যা লেখা আছে

তফসিলে সংশোধনী এনে ইসির প্রজ্ঞাপন

ছয় রুটে বাড়লো ট্রেনের ভাড়া