জালিয়াতির মাধ্যমে অবতীর্ণ সনদ প্রস্তুত করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) দাখিলের মাধ্যমে বিসিএস ক্যাডারে চাকরি গ্রহণের অভিযোগে ক্যাডারের তিনজন কর্মকর্তার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা হলেন, আবু সালেহ মো. মুসা, সুকান্ত কুন্ডু ও সঞ্জয় দাস। এদের মধ্যে দুইজন বিসিএস প্রশাসন ও একজন বিসিএস পররাষ্ট্র ক্যাডারে চাকরি গ্রহণ করেন।
মঙ্গলবার বেলা সাড়ে ৩ টার দিকে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।
দুদক জানায়, ৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সুকান্ত কুন্ডু জালিয়াতির মাধ্যমে অবতীর্ণ সনদ প্রস্তুত করে পিএসসিতে দাখিল করে বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি গ্রহণ করেন। পরবর্তীতে সনদ যাচাইয়ে তার দাখিলকৃত অবতীর্ণ সনদটি জাল বলে প্রমাণিত হয়।
সূত্র জানায়, একই ধরনের অভিযোগে ৩৮তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা আবু সালেহ মো. মুসা এবং ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সঞ্জয় দাসের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তারা উভয়েই জালিয়াতির মাধ্যমে অবতীর্ণ সনদ প্রস্তুত করে পিএসসিতে দাখিল করে বিসিএস-এ আবেদন করেন এবং পরবর্তীতে সনদ যাচাইয়ে তা জাল বলে প্রমাণিত হয়।
সূত্র জানায়, ওই তিন ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন আগে স্নাতক সনদ জালিয়াতির অভিযোগ ছিল। পিএসসির নিজস্ব তদন্তে এসব অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। তদন্ত প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে দুদক। সূত্র জানায়, এই অভিযোগে দুদক বিধিমালা, ২০০৭-এর ১০(চ) বিধির আলোকে সংশ্লিষ্ট তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।