ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাইযোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির জানাজার সময় পরিবর্তিত হয়েছে।
শনিবার বেলা ২টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজা হবে।
এর আগে বেলা আড়াইটার দিকে হাদির জানাজা হওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল।
শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় যারা অংশ নিতে আসবেন, তাদের কোনো ধরনের ব্যাগ বা ভারি বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে সরকার।
একই সঙ্গে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।